ছোট বয়সে অভিনয়ের জগতে পা রেখে অনেকেই বলিউডে নিজের নাম কুড়িয়েছেন। কিন্তু সেই দলে আজ যে নামটি সবচেয়ে বেশি আলোচনায়, তিনি হলেন রিভা অরোরা—ভারতের সবচেয়ে ধনী শিশু অভিনেত্রী। মাত্র ৮.২ কোটি টাকার সম্পত্তির মালকিন এই তরুণী সোশ্যাল মিডিয়াতেও বিপুল জনপ্রিয়।
রিভার জন্ম ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি বলে জানা গেলেও, অনেকেই মনে করেন তাঁর প্রকৃত বয়স গোপন রাখা হয়েছে। ১৪ বছরের কিশোরী রিভাকে দেখে অনেকেই অবাক হন, কারণ তাঁর উপস্থিতি অনেকটাই প্রাপ্তবয়স্কের মতো। এই বিতর্ক আরও ঘনীভূত হয়, যখন অনেকে অভিযোগ তোলেন—রিভা নাকি সিন্থেটিক গ্রোথ হরমোন ইনজেকশনের সাহায্যে নিজের শারীরিক গঠন বদলেছেন। যদিও এ নিয়ে কোনও প্রমাণ সামনে আসেনি।
তবে বিতর্ক এখানেই শেষ নয়। ২০২৪ সালের মার্চে রটে যায়, রিভা নাকি ঠোঁটে ফিলার করিয়েছেন, যা একজন ‘শিশু তারকা’র ক্ষেত্রে যথেষ্ট অস্বাভাবিক। এই প্রসঙ্গে দেশের নানা শিশু কল্যাণ সংস্থা সোচ্চার হয়ে ওঠে এবং আইনি পদক্ষেপের হুমকিও দেয়। পরে রিভার মা নিশা অরোরা ক্ষমা চাইলে বিতর্ক কিছুটা স্তিমিত হয়।
এই সমস্ত কিছুর মধ্যেও রিভার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার ১১.৫ মিলিয়ন, ইউটিউব সাবস্ক্রাইবার ২.৩ মিলিয়ন—এই সংখ্যাগুলো নিজেই বলে দেয় তাঁর খ্যাতির বিস্তার কতদূর। ২০২৩ সালের জুন পর্যন্ত এই খেতাবের মালকিন ছিলেন সারা অর্জুন। কিন্তু সারা ১৮ বছর পেরোনোর সঙ্গে সঙ্গে রিভা হয়ে ওঠেন ভারতের সবচেয়ে ধনী শিশু অভিনেত্রী।
আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা রিভা অরোরা একাধারে বিতর্কিত, আবার অত্যন্ত জনপ্রিয়। অভিনয়গুণ, চর্চিত উপস্থিতি ও সোশ্যাল মিডিয়ার আধিপত্য মিলিয়ে, ভারতের শিশু তারকাদের দুনিয়ায় তাঁর অবস্থান নিঃসন্দেহে অনন্য।