২০ এপ্রিল রবিবার খ্রিস্টধর্মের পবিত্র ইস্টার উপলক্ষে একদিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে রোববার মাঝরাত পর্যন্ত যুদ্ধ বন্ধ থাকবে বলে জানিয়েছে ক্রেমলিন। টিভিতে সম্প্রচারিত এক বৈঠকে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটাই জানিয়েছেন রাশিয়ার চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে।পুতিন বলেন, ‘আমি নির্দেশ দিচ্ছি, এই সময়সীমার মধ্যে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ রাখতে হবে।’ একই সঙ্গে তিনি আশাপ্রকাশ করেন, ইউক্রেনও এই যুদ্ধবিরতি মানবে। অন্যথায় সেনাবাহিনী প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন পুতিন। তিনি জানিয়েছেন, ‘মানবিক বিবেচনায়’ এই যুদ্ধবিরতি হচ্ছে।
এদিকে দীর্ঘদিন ধরেই ইউক্রেনে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর একটি ছিল ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেওয়ার। তাঁর দাবি ছিল, দায়িত্ব গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে থামিয়ে দেবেন যুদ্ধ। কিন্তু সে পথ যে এত কঠিন হবে তা সম্ভবত ট্রাম্প নিজেও কল্পনা করতে পারেন নি।শুক্রবারই মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে আলোচনায় অগ্রগতি না দেখলে এই যুদ্ধ ও যুদ্ধবিরতির আলোচনা থেকে নিজেদের গুটিয়ে নিতে পারে আমেরিকা। ইউরোপ ও ইউক্রেনের কর্তাদের সঙ্গে বৈঠক শেষে প্যারিস থেকে ফেরার আগে এই মন্তব্য করেন রুবিও। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সর্বাত্মক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলে ২০২২ সালে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টা ধাক্কা খেয়েছে। তবে মার্কিন বিদেশমন্ত্রী জানিয়েছেন, ‘আশা করছি, আগামী সপ্তাহের শুরুতে লন্ডনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ইউক্রেনের মধ্যে নতুন বৈঠক থেকে আরও সুনির্দিষ্ট জবাব আসবে।’
মার্কিন প্রস্তাব মত সর্বাত্মক যুদ্ধবিরতিতে সায় না দিলেও ইস্টার উপলক্ষে একদিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন।তিনি জানিয়েছেন আমরা ধরে নিচ্ছি, ইউক্রেনও আমাদের অনুসরণ করবে। তবে তথ্য বলছে এর আগে ২০২২ সালের এপ্রিল মাসে ইস্টার ও ২০২৩ সালের জানুয়ারিতে অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে যুদ্ধবিরতির চেষ্টা করা হলেও উভয় পক্ষ একমত না হওয়ায় তা আর বাস্তবায়িত হয়নি।
Leave a comment
Leave a comment