সুদীপ্ত চট্টোপাধ্যায়
কাশ্মীরে জঙ্গিহানায় নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে আগামিকাল দুপুর ১২ টায় ২ মিনিটের নীরবতা পালন করবে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির আদেশক্রমে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল ঠিক সকাল ১১ টা ৫৯ মিনিট থেকে ঠিক দুপুর ১২ টা পর্যন্ত ঘণ্টা বাজানো হবে। ঘণ্টা শেষ হলেই হাইকোর্টের সমস্ত কর্মী, আইনজীবী, বিচারপতি ও সংশ্লিষ্ট কর্মীরা দু’মিনিট উঠে দাঁড়িয়ে নীরবতা পালন করবেন। ঠিক দুই মিনিট অর্থাৎ বারোটা বেজে দুই মিনিটে এর একটি ঘন্টা পড়বে যা জানান দেবে যে নীরবতা পালন শেষ হয়েছে। শুধু কলকাতা হাইকোর্ট নয় আন্দামান নিকোবর সার্কিট বেঞ্চ, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, কলকাতাসহ জেলস্তরের সমস্ত সেশন কোর্ট, মহকুমা আদালত, বিজন ভবনের জাজেস গেস্ট হাউস, রাজ্যের জুডিশিয়াল একাডেমি সর্বত্রই এই নির্দেশ বাধ্যতামূলকভাবে পালন করতে হবে বলে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের নোটিশে উল্লেখ করা হয়েছে।