ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নাম, প্রাক্তন ওপেনার এবং বর্তমানে রাজনৈতিক ব্যক্তিত্ব গৌতম গম্ভীর আবারও সন্ত্রাসবাদের নিশানায়। কাশ্মীরভিত্তিক জঙ্গি সংগঠন ‘আইএসআইএস কাশ্মীর’-এর পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি। গম্ভীরের অফিস সূত্রে এমনটাই জানা গিয়েছে। জাতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এই হুমকি পাওয়ার পর দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি এবং তাঁর পরিবারের নিরাপত্তার দাবিও জানিয়েছেন।
সূত্রের খবর, গত ২২ এপ্রিল, অর্থাৎ পহেলগামের সন্ত্রাসবাদী হামলার কিছু সময়ের মধ্যেই গম্ভীর দুটি পৃথক ইমেল পান। একটি আসে বিকেলে, অন্যটি সন্ধ্যায়। উভয় ইমেলেই লেখা ছিল— ‘I kill you’, অর্থাৎ “আমি তোমায় মেরে ফেলব”। এই সরাসরি হুমকি শুধু গম্ভীরকেই নয়, তাঁর পরিবারকেও আতঙ্কিত করে তুলেছে।
তবে এই ঘটনাটি তাঁর জীবনে প্রথম নয়। এর আগেও ২০২১ সালের নভেম্বরে তিনি একই ধরনের হুমকি পেয়েছিলেন। সে সময় তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন এবং সংসদ সদস্য পদে ছিলেন বিজেপির হয়ে। তখনও তাঁকে নিশানা করেছিল এক জঙ্গি সংগঠন।
প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছিলেন গম্ভীর। তিনি টুইটে বলেছিলেন, “ভারত জবাব দেবে”, আর সেই সময়সীমার মধ্যেই তাঁর কাছে আসে এই হুমকি।
এখন প্রশ্ন উঠছে— এ কি নিছক হুমকি, না কি কোনও বৃহত্তর ষড়যন্ত্রের অংশ? একজন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার, যিনি দেশের হয়ে ২০১১ সালের বিশ্বকাপের ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এবং বর্তমানে একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব— তাঁকে নিয়ে এই ধরনের হুমকি প্রশাসনের কাছেও বড় চিন্তার বিষয়।
দিল্লি পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে এবং গম্ভীরের পরিবারের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও এই ইমেলের উৎস ও প্রেরকের সন্ধানে নেমেছে বলে জানা গিয়েছে।
এ ধরনের হুমকি শুধুই ব্যক্তি বিশেষকে নয়, গোটা দেশের গণতান্ত্রিক পরিসরকে ভয় দেখানোর চেষ্টা। গম্ভীরের মতো স্পষ্টভাষী ও দেশপ্রেমিক মানুষদের নিশানা করে সেই বার্তাই হয়তো দিতে চাইছে জঙ্গি সংগঠনটি। তবে ভারতের নিরাপত্তা কাঠামো কতটা প্রস্তুত, তা ভবিষ্যতেই বলবে উত্তর।