গ্রুপ সি কর্মীদের ২৫ হাজার ও গ্রুপ ডি কর্মীদের ২০ হাজার মাসিক বেতনের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
সুদীপ্ত চট্টোপাধ্যায়
————————–!
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা এসএসসি-র গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের যথাক্রমে ২৫ হাজার ও কুড়ি হাজার টাকা করে মাসিক বেতনের ব্যবস্থা করছে রাজ্য সরকার। আজ গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের প্রতিনিধি দলের সঙ্গে মুখ্য সচিবের বৈঠক শেষে টেলিফোনিক বার্তায় একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন আদালতে নির্দেশে এই শিক্ষা কর্মীদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। তাদের যোগ্য বা অযোগ্য কোন তালিকাতেই রাখার সুযোগ দেয়নি আদালত। তবুও এই শিক্ষা কর্মীদের আর্থিক অনটন সাংসারিক সমস্যা এবং মানবিক কারণ বিচার করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করবে। হাজার হাজার শিক্ষা কর্মীর পারিবারিক দুর্দশার কথা ভেবে এবং মানবিকতার খাতিরে রাজ্য সরকার এই আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের মুখ্য সচিব ও শ্রম দপ্তরের সঙ্গে আলোচনা করেই গ্রুপ সি কর্মীদের জন্য মাসিক পঁচিশ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের জন্য মাসিক কুড়ি হাজার টাকা বেতন হিসেবে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যেহেতু রাজ্য শিক্ষা দপ্তর এই মামলায় যুক্ত রয়েছে তাই শিক্ষা দপ্তরের মাধ্যমে এই ধরনের কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান মুখ্যমন্ত্রী। বিভিন্ন সামাজিক সুরক্ষা টিমের মাধ্যমে রাজ্য সরকার মানবিকতার খাতিরে এই ধরনের সাহায্য করে থাকে সে কথা মাথায় রেখেই শ্রমদপ্তরের সঙ্গে আলোচনা সাপেক্ষে এসএসসির চাকরি-হারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য এই আপাতত সমাধান করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। যদিও মুখ্যমন্ত্রীর কাছে আরো পাঁচ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষা কর্মীদের প্রতিনিধিরা। অবশ্য বৈঠক থেকে এই আবেদন নিয়ে কোনো সিদ্ধান্তের কথা জানাইনি নবান্ন। উল্লেখযোগ্য শ্রম দপ্তরের সামাজিক সুরক্ষা স্কিম থেকে বন্ধ হয়ে যাওয়ার ডানলপ কারখানার শ্রমিকদের জন্য মাসিক ১০ হাজার টাকা বেতনের ব্যবস্থা ইতিমধ্যেই চালু রয়েছে এ কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী চাকরিহারা বিপন্ন এই গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের পরিবারের স্বার্থে মানবিকতার খাতিরে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান। মুখ্যমন্ত্রী আরও জানান গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করবে রাজ্য সরকার যার খরচ সরকারি কোষাগার থেকে দেওয়া হবে। সুপ্রিম কোর্ট আবেদন খারিজ করে দেয় তাহলে তখন বিকল্প উপায় ভাববে রাজ্য সরকার।
চাকরিহারা গ্রুপসি গ্রুপ ডি কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর মন্তব্য” সুপ্রিম কোর্ট আপনাদেরকে মান্যতা দেয়নি। কিন্তু আমি কারোর চাকরি যাক এটা চাই না। আমি চাই সবাই চাকরি করুক। তাই মানবিক দৃষ্টিভঙ্গিতে আমরা আমাদের শ্রাদ্ধ অনুযায়ী এই সাহায্যের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছি। আর আইনি লড়াইয়ের জন্য আমরা ভালো আইনজীবীদের দিয়ে সুপ্রিম কোর্টে আপনাদের জন্যও রিভিউ পিটিশন করব।”