পহেলগাঁওয়ের মর্মান্তিক সন্ত্রাসবাদী হামলার পর সারা দেশ যখন ক্ষোভে ফুঁসছে, তখন সেই ক্ষোভকে গণতান্ত্রিক ভাষায় রূপ দিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার, ২৮ এপ্রিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে পাঠানো এক খোলা চিঠিতে তিনি সংসদের উভয় কক্ষের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়েছেন।
রাহুল গান্ধীর সেই চিঠি যেন এক সুসজ্জিত প্রতিবাদের দলিল। সেখানে তিনি লিখেছেন, “The terrorist attack in Pahalgam has outraged every Indian. At this critical time, India must show that we will always stand together against terrorism.” অর্থাৎ, এই সঙ্কটময় সময়ে ভারতকে দেখাতে হবে যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বদা ঐক্যবদ্ধ।
চিঠিতে স্পষ্ট বার্তা, এটি কেবল একটি রাজনৈতিক আহ্বান নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের মনের কথা। রাহুল গান্ধীর মতে, সংসদের বিশেষ অধিবেশন হওয়া উচিত এমন এক মঞ্চ, যেখানে দেশের জনপ্রতিনিধিরা এক কণ্ঠে জানিয়ে দিতে পারেন, ভারত এক ও অদম্য।
তিনি আরও লিখেছেন, “The Opposition believes that a special session of both Houses of Parliament should be convened, where the representatives of the people can show their unity and determination.” চিঠির অন্তিম অনুরোধটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ: “We request that such a special session be convened at the earliest.”
এই চিঠি ইতোমধ্যেই রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে। এটি শুধু কংগ্রেসের অবস্থান নয়, বরং এক বৃহত্তর জাতীয় আবেগের প্রতিচ্ছবি। এখন সবার চোখ প্রধানমন্ত্রীর দিকে তিনি কী পদক্ষেপ নেবেন?
এই সংকটের মুখে সংসদের সেই বিশেষ অধিবেশন কি তবে হয়ে উঠবে জাতীয় ঐক্যের প্রতীক? উত্তর দেবে সময়।