স্যাটেলাইট ইন্টারনেটের জগতে , এখন পর্যন্ত কেবল এলন মাস্কের ইন্টারনেট কোম্পানি স্টারলিংকের নাম জ্বলজ্বল করছে। ভারতেও তার পরিষেবা শুরু করতে চায় স্টারলিংক। জিও এবং এয়ারটেলের সঙ্গে অংশীদারিত্ব করেছে এলন মাস্কের ইন্টারনেট কোম্পানি। ওয়ানওয়েবের মতো আরও অনেক কোম্পানি বিশ্বকে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদান করছে। এবার এই ক্ষেত্রে প্রবেশ করল অ্যামাজন। অ্যামাজন বছরের পর বছর ধরে তার প্রজেক্ট কুইপার সম্পন্ন করার স্বপ্ন দেখছে। কেবল একটি বা দুটি নয়, বরং ৩,০০০ এরও বেশি উপগ্রহ পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠাবে এই সংস্থা। সোমবার থেকে শুরু হয়েছে এই কাজ। ২৭টি ইন্টারনেট স্যাটেলাইটের প্রথম ব্যাচ মহাকাশে উৎক্ষেপণ করেছে অ্যামাজন।
রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে প্রজেক্ট কুইপার ঘোষণা করেছিল অ্যামাজন। সোমবার কোম্পানিটি এই কার্যক্রম চালু করে। ২৭টি ইন্টারনেট টার্মিনাল নিম্ন-পৃথিবী কক্ষপথে পৌঁছে দেওয়া হয়েছে। অ্যামাজনের এই প্রকল্পের মূল্য প্রায় ১০ বিলিয়ন ডলার। মহাকাশে মোট ৩২৩৬টি উপগ্রহ উৎক্ষেপণের লক্ষ্য কোম্পানিটির। এই ক্ষেত্রে, সরাসরি এলন মাস্কের কোম্পানি স্টারলিংকের সঙ্গে প্রতিযোগিতা করবে অ্যামাজন।
বিশ্বব্যাপী স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবায় স্টারলিংকের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে আসছে অ্যামাজনের ‘প্রজেক্ট কুইপার’। ইন্টারনেট-অনুপলব্ধ বা দুর্ভেদ্য এলাকায় ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে অ্যামাজন শুরু করেছে উপগ্রহ উৎক্ষেপণ। সম্প্রতি, ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ULA) সহায়তায় অ্যাটলাস রকেটের মাধ্যমে কুইপারের উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই উৎক্ষেপণে অ্যামাজন স্টারলিংকের কোনও সহায়তা নেয়নি।
মূলত গত বছরই কুইপার চালুর পরিকল্পনা ছিল, তবে তা বিভিন্ন কারণে পিছিয়ে যায়। মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) অ্যামাজনকে ২০২৬ সালের মধ্যভাগের আগেই কমপক্ষে ৫০% উপগ্রহ মহাকাশে পাঠানোর নির্দেশ দিয়েছে, অর্থাৎ আগামী বছরের জুনের মধ্যেই প্রায় ১৫০০ উপগ্রহ উৎক্ষেপণ করতে হবে।
বর্তমানে স্টারলিংক ইতিমধ্যেই আমেরিকা ছাড়াও আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে ইন্টারনেট পরিষেবা ছড়িয়ে দিয়েছে। সেখানে অ্যামাজন মাত্র ২৭টি উপগ্রহ নিয়ে শুরু করছে আমেরিকা থেকে। তাই প্রতিযোগিতায় টিকে থাকতে ও পরিষেবার ব্যাপ্তি বাড়াতে অ্যামাজনকে দ্রুততার সঙ্গে আরও বহু টার্মিনাল মহাকাশে পাঠাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি ও গতি—এই দুই ক্ষেত্রেই যদি অ্যামাজন এগিয়ে যেতে পারে, তবে আগামী দিনে স্টারলিংককে কড়া টক্কর দিতে পারে কুইপার।