বৃহস্পতিবারের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে প্রাকৃতিক দুর্যোগে এখনো পর্যন্ত রাজ্যে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেহালার ইউনিক পার্কে মিনা ঘোষ নামে এক মহিলা ভেঙে পড়া গাছের সঙ্গে জড়িয়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে রাস্তাতেই মারা যান। ঘটনাস্থলে আরও একজন যুবক জখম হলেও তাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ৭৩ বছরের এক বৃদ্ধের। মৃত বৃদ্ধের নাম রথু মাহাত। কেশিয়াড়ির ঘৃতগ্রাম পঞ্চায়েতের বুড়িমহল এলাকায় মাঠে চাষের কাজ করছিলেন রথু ও তার স্ত্রী ভারতী মাহাত। আচমকা বজ্রপাতের জেরে স্ত্রীর সামনেই মৃত্যু হয় রথুর। গুরুতর জখম হয়েছেন স্ত্রী ভারতীও। এদিকে উত্তর ২৪ পরগনার বারাসাতে ইন্দিরা কলোনিতে বাড়ির উপর গাছ ভেঙে পড়ে গুরুতর যখন হন গোবিন্দ বৈরাগী নামে এক ব্যক্তি। স্থানীয়দের উদ্যোগে গাছ কেটে তাকে ভেঙে পড়া ঘর থেকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা গোবিন্দকে মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত, প্রাকৃতিক দুর্যোগের বলি হয়ে মৃত্যু হলে সরকারি নীতি অনুযায়ী নৃতের পরিবার আর্থিক সাহায্য পাবেন। অবশ্য এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবারের কালবৈশাখীর তাণ্ডবে ক’জনের মৃত্যু হয়েছে তার সরকারি তালিকা কিছু জানানো হয়নি।
