দুর্যোগের কবলে দিল্লি। বৃহস্পতিবার রাত থেকেই দিল্লি ও রাজধানী অঞ্চলে (এনসিআর) শুরু হওয়া প্রবল ধুলোঝড় ও বৃষ্টিতে শহরের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। শুক্রবার ভোরেও দিল্লি এবং সংলগ্ন এলাকা বজ্রপাত এবং ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে। দিল্লি এবং আশেপাশের কিছু অংশে শিলাবৃষ্টিও হয়েছে। এর ফলে প্রচণ্ড গরম থেকে বাসিন্দারা স্বস্তি পেলেও সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। প্রাকৃতিক এই দুর্যোগে শুক্রবার সকাল পর্যন্ত অন্তত ২০০টিরও বেশি ফ্লাইট দেরিতে চলছে এবং কয়েকটি ফ্লাইট অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে।
দিল্লির দ্বারকা এলাকায় প্রবল ঝড়ে একটি গাছ ঘরের উপর ভেঙে পড়লে এক মহিলা ও তাঁর তিন সন্তানের মৃত্যু হয়েছে।তীব্র ঝড়ো হাওয়ায় গাছ পড়ে তার ছিঁড়ে যাওয়ায় প্রায় ১৫ থেকে ২০টি ট্রেনের সময়সূচিতেও বিলম্ব হয়েছে। দিল্লি বিমানবন্দরে ফ্লাইট আসা-যাওয়ায় গড়ে ২১ মিনিট থেকে ৬১ মিনিট দেরি হচ্ছে। ব্যাঙ্গালোর-দিল্লি এবং পুনে-দিল্লি-সহ কয়েকটি ফ্লাইট জয়পুর ও আহমেদাবাদে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে কর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছেন। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের কিছু উড়ান দেরিতে চলছে বা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যার প্রভাব সামগ্রিক উড়ানের সময়সূচিতে পড়তে পারে।তবে সমস্যা কমানোর চেষ্টা করা হচ্ছে।”
আবহাওয়া দপ্তর শুক্রবার, দিল্লিতে লাল সতর্কতা জারি করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লিতে এখন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে এবং ঘণ্টায় ৭০-৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ তিন ঘণ্টায় দিল্লির সাফদারজং-এ ৭৭ মিমি, লোধি রোডে ৭৮ মিমি, পালামে ৩০ মিমি, নাজফগড়ে ১৯.৫ মিমি ও পিতমপুরায় ৩২ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
ঝড়বৃষ্টির কারণে গাছ ভেঙে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রয়োজন না হলে এ দিন ঘরে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের। শনিবার পর্যন্ত দিল্লিতে ভারী বৃষ্টি হতে পারে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশেও বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
Leave a comment
Leave a comment
