ঘটনাটি ঘটেছে তপসিয়া থানা এলাকায়। বৃহস্পতিবার সাত সকালে মাত্র একদিনের শিশুকন্যার মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়।
দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ফেলার কারণে তপসিয়া রায়চরণ পাল লেনে রাস্তার ধারে গড়ে উঠেছে একটি ভ্যাট এলাকা। সেখানেই স্থানীয় এক ব্যক্তি একটি বালতির মধ্যে এক শিশুকে দেখতে পায়। এরপর খবর দেয় আশেপাশের প্রতিবেশীদের। স্থানীয়রা দেখে বুঝতে পারে যে শিশুটি মৃত, কারণ স্থানীয়দের বক্তব্য শিশুটি নিথর অবস্থায় পড়েছিল। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় তপসিয়া থানার পুলিশ এবং শিশুর কে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।
স্থানীয়রা জানায়, প্রথমে তারা বুঝতে পারিনি, সেই বালতিতে কি ছিল, তারপরে কাছে যেতে দেখতে পায় এটি বাচ্চাকে ফেলে গেছে তারা।
পরবর্তীতে হাসপাতাল এবং পুলিশ সূত্রে জানা যায় যে, এক গর্ভবতী মহিলা পার্কসার্কাস চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি হলে প্রিম্যাচিউর অর্থাৎ অকাল ভূমিষ্ঠ কন্যা সন্তান জন্ম নিলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপর তাদের পরিবার সেই মৃত কন্যা সন্তানকে নিয়ে গিয়ে তপসিয়ার ভ্যাটে গিয়ে ফেলে আসে। আর এই নিয়েই তৈরি হয়েছে যথেষ্ট বিতর্ক এবং এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশ খতিয়ে দেখছে সন্তান মৃত হয়ে জন্মেছিল অথবা অগ্রিম ভূমিষ্ঠের কারণে মৃত্যু হয়েছিল নাকি কন্যা সন্তান বলেই এ ধরনের ঘটনা! তাই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন?