শঙ্খদ্বীপ মুখোপাধ্যায়
যুদ্ধ অবহের মধ্যেই কোনঠাসা প্রতিবেশী। জল, অর্থনীতি, কূটনৈতিক স্তরে কোনঠাসা জঙ্গিদের আতুর ঘর পাকিস্তান। ২২ a এপ্রিলের হামলায় ইতিমধ্যেই বিশ্ব দরবারে কোনঠাসা এই জঙ্গি নির্ভর দেশ,তারই মধ্যে সীমান্ত রেখা লঙ্ঘন করায় পাক সেনা বাহিনীর কাছে আটক হয় বি এস এফ যাওয়ান পূর্নাম কুমার সাউ। ভারতের একাধিক পদক্ষেপ, ফ্ল্যাগ মিটিংয়েও ভেজেনি চিড়ে। শেষ মেস পূর্নাম এর অন্তসত্ত্বা স্ত্রী নামতে হয় আসরে। গত সোমবার সকালে পূর্ণমের স্ত্রী তাঁর আট বছরের ছেলে, দুই বোন এবং ভাইকে নিয়ে পঠানকোটের উদ্দেশে রওনা দেন,সেখান থেকে তাঁরা সড়কপথে পৌঁছোন পঠানকোটে। পাকিস্তানে আটক স্বামীকে ফিরিয়ে আনতে পঞ্জাবের গর্ভবতী অবস্থায় বেরিয়ে পড়েন স্ত্রী। গত রবিবার সকালে মায়ের সঙ্গে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার আগে পূর্ণমের আট বছরের পুত্রসন্তান কে বলতে শোনা যায় যায় ,পাকিস্তান আমার বাবাকে ছেড়ে দিক, আর কিছু চাই না। বাবাকে খুব ভালবাসি। সব ছিনিয়ে নিক, কিন্তু বাবাকে না। ছোট্ট ছেলের এই কথা বুক কাঁপিয়ে দেয় ভারতবাসীর। এবার পাল্টা জবাব ভারতীয় বর্ডার সুরক্ষা বাহিনীর,রাজস্থানের বর্ডার সংলগ্ন এলাকা থেকে আটক পাকিস্তানী রেঞ্জার,আজ বিকেলেই আটক হন এই পাক রেঞ্জার। সুতরাং বলাই যায়, পেহেলগাঁও অবহে জঙ্গি সমৃদ্ধ প্রতিবেশী দেশকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ভারত । এর পরেও কি পূর্নাম কে ছাড়া হবে ? নাকি আরও বড় আঘাত দেখে আনছে পাকিস্তান ? উত্তর সময়ের অপেক্ষা ।