একজন সন্ত্রাসবাদীকেও রেয়াত নয়। পাশাপাশি জঙ্গি ও তার মদতদাতাদের খুঁজে খুঁজে বার করে শাস্তি দেবে ভারত! সন্ত্রাসবাদ দমনে ফের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শনিবার হায়দরাবাদ হাউসে অ্যাঙ্গোলার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতির জন্য অ্যাঙ্গোলার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি। মোদীর কথায়, ‘সন্ত্রাসবাদ মানবতার সবচেয়ে বড় শত্রু।’
অঙ্গোলার প্রেসিডেন্ট জোয়া প্রেসিডেন্ট লরেন্সো চার দিনের সফরে বৃহস্পতিবার দিল্লি এসে পৌঁছেছেন।শনিবার নয়াদিল্লিতে অঙ্গোলার প্রেসিডেন্ট জোয়া লরেন্সো পহেলগাঁওয়ে নিহত ২৬ জনের পরিজনদের উদ্দেশে সমবেদনা জানান। সেই কথা স্মরণ করে মোদী বলেন, ‘‘আমরা একমত যে, সন্ত্রাসবাদ মানবতার জন্য সবচেয়ে বড় হুমকি!’’ একই সঙ্গে জোয়া লরেন্সোকে পাশে থাকার জন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়েছেন ২৬ পর্যটক। এই নৃশংস হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসবাদী শুধু নয়, তাদের মদতদাতাদেরও ছেড়ে কথা বলবে না ভারত তা কড়া ভাষায় বুঝিয়ে দিলেন নমো। এ দেশের মাটিতে সন্ত্রাসবাদকে কোনও মতেই মাথাচাড়া দিতে দেওয়া হবে না বলে আবারও স্পষ্ট করলেন তিনি।
হামলার দুদিন বাদেই বিহারের এক সভা থেকে তিনি দৃপ্তকণ্ঠে বলে দেন, মুখ বুঝে সন্ত্রাস সহ্য করার দেশ ভারত নয়। জঙ্গিদের শনাক্ত করে, খুঁজে বের করে শাস্তি দেবে সরকার। প্রধানমন্ত্রী বলে দেন, “ভারতের আত্মায় আঘাত করার দুঃসাহস যারা দেখিয়েছে, তারা ছাড় পাবে না। পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাক, তাদের খুঁজে বের করে মারবে ভারত।” এদিকে পহেলগাঁও কাণ্ডের পর থেকেই অশান্ত জম্মু-কাশ্মীরের ভারত ও পাকিস্তান সীমান্ত। নাগাড়ে ন’বার নিয়ন্ত্রণ রেখায় রাতের অন্ধকারে গুলিবৃষ্টি করেছে পাকিস্তান। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পুঞ্চ, কুপওয়ারা, উরি, বারামুল্লা এবং আখনুরে। যোগ্য জবাব দিয়েছে ভারতও।তবে শীঘ্রই কোনও বড় এবং কড়া পদক্ষেপ করা হতে পারে বলেই অনুমান আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশের।
রাজনাথ সিংহ, অজিত ডোভাল এবং চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানের সঙ্গে আলোচনার পর সেনাকে সব রকমের স্বাধীনতা দিয়েছেন নরেন্দ্র মোদী। দেশের সেনার উপর পূর্ণ আস্থা রেখে তিন প্রধানের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন,’সন্ত্রাসবাদকে ধ্বংস করাই দেশের জাতীয় সংকল্প।’
পহেলগাঁও হত্যালীলার পর থেকেই সন্ত্রাসবাদ নিয়ে তোলপাড় প্রায় গোটা বিশ্ব! পহেলগাঁওয়ের পর থেকেই সন্ত্রাসবাদকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। সেই আবহে ফের সন্ত্রাসবাদ দমন নিয়ে ফের সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তবে শনিবার অঙ্গোলার সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণে ২০০ মিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। অঙ্গোলার প্রেসিডেন্ট জোয়াও ম্যানুয়েল গনসালভেস লরেন্সোর সঙ্গে বিস্তৃত আলোচনা শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার অঙ্গোলার প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণের জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা ঋণ প্রদানের ঘোষণা দেন।
এই আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি ডিজিটাল পাবলিক অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার প্রসঙ্গ উঠে আসে। মোদি জানান, “অঙ্গোলার প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণের জন্য ভারতের ২০০ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা ঋণ ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।”
তিনি আরও বলেন, প্রতিরক্ষা সরঞ্জামের মেরামত, পুনর্গঠন এবং সরবরাহ সম্পর্কেও আলোচনা হয়েছে। ডিজিটাল পাবলিক পরিকাঠামো, মহাকাশ প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেও ভারত তার সক্ষমতা অঙ্গোলার সঙ্গে ভাগ করে নেবে।
মোদির বক্তব্যে আরও উঠে আসে, “আমরা স্বাস্থ্যসেবা, হীরার প্রক্রিয়াকরণ, সার এবং গুরুত্বপূর্ণ খনিজের মতো ক্ষেত্রগুলিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছি।”
Leave a comment
Leave a comment