মুর্শিদাবাদের সামশেরগঞ্জ কান্ড এবার প্রাক্তন ওসি ও থানার মেজোবাবু কে সাসপেন্ড করা হল। মুখ্যমন্ত্রীর সফরের আগেই সাসপেন্ড ।জানা গিয়েছে, ওসি শিবপ্রসাদ ঘোষ, মেজো বাবু জালাল উদ্দিন আহমেদ কে সাসপেন্ড করা হয়েছে বলে জানা য়ায়। ইতি মধ্যেই মেল মারফত জানানো হয়েছে জঙ্গিপুর জেলা পুলিশ কে।
ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উতপ্ত হয় সামশেরগঞ্জ । মৃত্যু হয় তিনজনের। আহত হন একাধিক জন। আর সেই ঘটনায় এবার পুলিশ ও সিট তদন্ত করে। ফলে ওসি ও মেজো বাবুকে সাসপেন্ড করা হল।
Leave a comment
Leave a comment