প্রয়াত হলেন বারাণসীর স্বামী শিবানন্দ বাবা। শনিবার রাত সাড়ে আটটায় বেনারস ইউনিভার্সিটির হিন্দু স্যর সুন্দরলাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। হ্যাঁ, ১২৯ বছর। স্বামীজির শিকাগো বক্তৃতার ঠিক তিন বছর আগে, ১৮৯৬ সালের ৮ আগস্ট স্বামী শিবানন্দ অবিভক্ত বাংলাদেশের সিলেটে জন্ম স্বামীজির। ২০২২ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে। মৃত্যুর আগে পর্যন্ত লাঠি ছাড়াই হাঁটাচলা করতেন। ২০১৯ সালে কলকাতায় দুটি হাসপাতাল স্বামীজির স্বাস্থ্যপরীক্ষা করে সম্পূর্ণ ফিট হলে সার্টিফিকেট দিয়েছিল। দেশ-বিদেশে অনেক অনুগামী রয়েছে তাঁর। তাঁদের জন্যেই রবিবার পর্যন্ত বেনারসের কবিরনগরে স্বামীজির আশ্রমে রাখা থাকবে তাঁর মরদেহ। বেনারস থেকে এদিন রাতে স্বামীজির মৃত্যুসংবাদ জানিয়েছেন তাঁর অন্যতম পরিষদ সঞ্জয় সর্বজ্ঞ। উল্লেখ্য, স্বামীজি শৈশবে এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গেও সময় কাটিয়েছেন। তিনি বিশ্বাস করতেন এবং বলতেন, “আমি নেতাজির থেকে বয়সে বড়। আমি বেঁচে থাকলে নেতাজি কেন থাকবেন না?”
পরিমিত আহার, নিয়মিত যোগ ব্যায়াম ও নির্লোভ জীবন যাপন ছিল স্বামীজির ভাল থাকার প্রেসক্রিপশন। পদ্ম সম্মান নেওয়ার সময় রাষ্ট্রপতি ভবনে তাঁর সষ্টাঙ্গে শুয়ে প্রণাম করার ভিডিও ভাইরাল হয়। স্বামীজি সেই প্রসঙ্গে বলেছিলেন, “সবার মধ্যেই তিনি শিবকে দর্শন করেন।” এবার সেই শিবলোকেই পাড়ি দিলেন দেশের প্রবীণতম যোগী।