রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর বিজয়ী এবং জনপ্রিয় গায়ক পবনদীপ রাজন সোমবার সকালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হন। উত্তরপ্রদেশের আমরোহা জেলার দিল্লি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে তাঁর গাড়ি সজোরে ধাক্কা মারে। সঙ্গে ছিলেন ড্রাইভার ও ঘনিষ্ঠ বন্ধু অজয় মাহার। তীব্র গতিতে ধাক্কা লাগার ফলে গাড়িটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং পবনদীপ গুরুতর আহত হন।
তাঁকে সঙ্গে সঙ্গেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে স্থানান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য। সূত্র অনুযায়ী, প্রায় ছয় ঘণ্টা ধরে চলে তাঁর অস্ত্রোপচার। হাত ও পায়ের হাড় ভেঙেছে, মাথাতেও গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে ICU-তে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এই প্রতিভাবান শিল্পী। পরবর্তী তিনদিন চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকবেন তিনি, জানানো হয়েছে হাসপাতাল সূত্রে।
গভীর উদ্বেগের এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। যদিও ভেরিফায়েড নয়, একটি ফেসবুক প্রোফাইল থেকে গায়িকা অরুণিতা কাঞ্জিলাল একটি ভিডিও শেয়ার করেন যেখানে দেখা যাচ্ছে পবনদীপ হাসপাতালের শয্যায় শায়িত। সঙ্গে তিনি লেখেন, “সবাই পবনের জন্য প্রার্থনা করুন।” আরেকটি পোস্টে তাঁর সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দেন—“তোমাকে মিস করছি!”
উল্লেখ্য, ইন্ডিয়ান আইডল চলাকালীন সময় থেকেই অরুণিতা ও পবনদীপের মধ্যে বন্ধুত্ব এবং প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও তাঁরা কখনওই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি।
পবনদীপ রাজনের এই দুর্ঘটনা এবং তাঁর শারীরিক সংকট নিয়ে সংগীত জগতে শোকের ছায়া। তাঁর ভক্ত ও সহকর্মীরা সকলে একসুরে প্রার্থনা করছেন—এই মেধাবী শিল্পী যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন মঞ্চে, ফিরে পান তাঁর স্বর আর ছন্দের জগৎ।