আইপিএলের উত্তেজনা এখন চরমে। প্লে-অফে জায়গা করে নিতে চলছে সাত দলের হাড্ডাহাড্ডি লড়াই। একের পর এক রেকর্ড গড়ছে খেলোয়াড়েরা—ব্যাটে, বলে, এমনকি ফিল্ডিংয়েও। এই রেকর্ডের স্রোতে নাম লেখালেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্সও।
আইপিএলের একমাত্র বিদেশি অধিনায়ক হিসেবে সানরাইজার্সকে নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ান এই পেসার। যদিও চলতি মরসুমে তাঁর দল প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে, তবে ব্যক্তিগতভাবে কামিন্স তুলে নিয়েছেন অনন্য এক স্বীকৃতি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মাত্র ১৯ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন তিনি। আইপিএলের ইতিহাসে অধিনায়কদের মধ্যে এটি চতুর্থ সেরা বোলিং পারফরম্যান্স।
এই তালিকায় সবার ওপরে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন মাত্র ৩৬ রানে—যা এখনো একমাত্র অধিনায়ক হিসেবে আইপিএলে ফাইফার। দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থানের প্রাক্তন অধিনায়ক শেন ওয়াটসন। ২০১৪ সালে হায়দরাবাদের বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছিলেন মাত্র ১৩ রানে।
তৃতীয় স্থানেও হার্দিকই—তবে তখন তিনি গুজরাট টাইটান্সের অধিনায়ক। ২০২২ সালে রাজস্থানের বিরুদ্ধে ১৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। আর এই তালিকায় চতুর্থ নামটি এখন প্যাট কামিন্স। তিনি একমাত্র বিশেষজ্ঞ বোলার যিনি অধিনায়কত্ব করছেন এই মরসুমে, এবং সেই ভূমিকাতেই এবার জায়গা করে নিলেন ক্যাপ্টেনদের বোলিং রেকর্ডবুকে।
দল ছিটকে গেলেও, কামিন্স প্রমাণ করলেন—নেতৃত্ব কেবল রান বা জয়ের মাপকাঠিতে মাপা যায় না, ব্যক্তিগত দক্ষতাও গুরুত্বপূর্ণ।