আইসিসি-র সর্বশেষ প্রকাশিত টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাদেজা। তবে তালিকার সবচেয়ে চমকপ্রদ নাম নিঃসন্দেহে বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ, যিনি দুর্দান্ত ফর্মে থেকে একধাক্কায় উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। সদ্যসমাপ্ত বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজেই ঘটেছে এই উত্থান। যদিও সিরিজের ফল বাংলাদেশ দলের পক্ষে খুব আশাব্যঞ্জক নয়—প্রথম ম্যাচে পরাজয়, দ্বিতীয় ম্যাচে জয়, এবং তার ফলে সিরিজের সমাপ্তি ১-১ সমতায়। তবু মিরাজের পারফরম্যান্স ছিল ব্যতিক্রম।
সিরিজের দ্বিতীয় টেস্টে চট্টগ্রামে ব্যাটে-বলে নজরকাড়া পারফরম্যান্স দেন মিরাজ। সপ্তম নম্বরে নেমে খেলেন গুরুত্বপূর্ণ একটি সেঞ্চুরি এবং একই ম্যাচে পাঁচটি উইকেট তুলে নিয়ে জয়ের নায়ক হয়ে ওঠেন। পুরো সিরিজে মিরাজ করেন ১১৬ রান এবং নেন ১৫ উইকেট, যার ফলে আইসিসি রেটিংয়ে তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ ৩২৭ পয়েন্ট অর্জন করেছেন তিনি। শীর্ষে থাকা জাদেজা থেকে এখন তাঁর ব্যবধান মাত্র ৭৩ পয়েন্ট। যদি এই ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে একদিন তিনিও হয়তো শাকিব আল হাসানের মতো শীর্ষ অলরাউন্ডারের স্থান দখল করতে পারেন।
এই পারফরম্যান্সের ফলশ্রুতিতে ব্যাটিং ও বোলিং, উভয় বিভাগেই র্যাঙ্কিং উন্নত হয়েছে মিরাজের। ব্যাটসম্যানদের তালিকায় আট ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৫তম স্থানে এবং বোলারদের তালিকায় এখন তিনি ২৪ নম্বরে।
অন্যদিকে, ব্যাটসম্যানদের তালিকায় ইংল্যান্ডের জো রুট রয়েছেন শীর্ষে। জিম্বাবুয়ের শন উইলিয়ামস এবং বাংলাদেশের সাদমান ইসলামও সাম্প্রতিক ম্যাচে ভালো খেলায় কিছুটা এগিয়েছেন র্যাঙ্কিংয়ে। আর বোলারদের তালিকায় ভারতীয় পেস সেনসেশন জসপ্রীত বুমরাহ রয়েছেন শীর্ষে। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে আরও শক্ত অবস্থান তৈরি করে নেওয়ার সুযোগ রয়েছে বুমরাহর সামনে।
সব মিলিয়ে, মিরাজের এই উন্নতি শুধু ব্যক্তিগত কৃতিত্বই নয়, বরং বাংলাদেশের টেস্ট ক্রিকেটে একজন নতুন প্রভাবশালী অলরাউন্ডারের আবির্ভাবের বার্তাও দিচ্ছে। এমন ধারাবাহিকতা বজায় থাকলে, খুব শীঘ্রই বিশ্বের সেরা অলরাউন্ডারদের কাতারে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন তিনি।