আইপিএল ৭ দিনের জন্য স্থগিত রেখেছে বিসিসিআই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, যুদ্ধের মতো পরিস্থিতিতে এটা করতেই হতো। প্রচুর বিদেশি ক্রিকেটার, সাপোর্ট স্টাফ রয়েছেন। ৭ দিন পিছিয়ে গেলেও বিসিসিআই এই পরিস্থিতি দক্ষতার সঙ্গেই সামলাবে।
দিল্লি, জয়পুর, ধর্মশালা, চণ্ডীগড়ের মতো শহরে আইপিএলের খেলা চলছিল। সুরক্ষার কথা মাথায় রেখেই বিসিসিআই এই পদক্ষেপ করেছে বলে মনে করেন সৌরভ। তিনি বলেন, আশা করি, আইপিএল দ্রুত শুরু হবে। আইপিএল গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে আছে। বিসিসিআই ঠিক শেষ করবে।
করোনা পরিস্থিতিতেও আইপিএল হয়েছিল দুই দফায়। সৌরভ বলেন, করোনা পরিস্থিতি আরও কঠিন সময় ছিল। প্রচুর মানুষ ঘরে ঘরে মারা যাচ্ছিলেন। ওই অবস্থা আগে কেউ দেখেননি, চাইব যেন কাউকে আর দেখতে না হয়। তবে সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের চ্যালেঞ্জকে এক জায়গায় বসাতে নারাজ মহারাজ। সাফ জানিয়ে দিলেন, ভারতের এই চাপ পাকিস্তান বেশিদিন সামাল দিতে পারবে না।
