ভারতীয় টেস্ট দলে বিরাট কোহলির অনুপস্থিতি এক বড় প্রশ্ন তৈরি করেছে—তাঁর জায়গায়, অর্থাৎ ৪ নম্বরে কে নামবেন? এই পজিশন ভারতের টেস্ট ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বিরাট বরাবরই দারুণ সফল ছিলেন। এখন তাঁর পরিবর্তে পাঁচজন সম্ভাব্য ব্যাটারের নাম উঠে এসেছে নির্বাচকদের ভাবনায়।
শ্রেয়স আইয়ার আগেও এই পজিশনে খেলেছেন। তাঁর আগ্রাসী ব্যাটিং ও স্পিন সামলানোর দক্ষতা থাকলেও সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন আছে। ইনজুরি থেকেও ফিরে এসেছেন কিছুদিন আগে।
হানুমা বিহারী একজন ধৈর্যশীল ও টেকনিক্যাল ব্যাটার। বিদেশে কঠিন কন্ডিশনে ভালো খেলার অভিজ্ঞতা রয়েছে, তবে ধারাবাহিকতা ঘরোয়া ক্রিকেটে কম।
সারফরাজ খান ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে আছেন। রঞ্জি ট্রফিতে একাধিক বড় ইনিংস খেলে নজর কেড়েছেন। জাতীয় দলে সুযোগ না পাওয়ায় বিতর্কও তৈরি হয়েছে।
চেতেশ্বর পূজারা অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে। বহুবার ভারতের হাল ধরেছেন টেস্টে। কিন্তু বয়স ও সাম্প্রতিক ফর্ম প্রশ্ন তুলেছে তাঁর প্রত্যাবর্তন নিয়ে।
শেষ নামটি হলো ‘দ্রাবিড়ের পছন্দ’—টিম কোচ হিসেবে রাহুল দ্রাবিড় এমন একজনকে চাইছেন যিনি চাপ সামলে দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
দেখার বিষয়, টেস্টে কোহলির শূন্যস্থান পূরণে কাকে ভরসা রাখে নির্বাচক মণ্ডলী।
