(নাম হবে না)
এনসি চ্যাটার্জি টি২০ মেমোরিয়াল ট্রফি জিতল সুবার্বন ক্লাব। বুধবার সল্টলেক যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে তালতলা ইনস্টিটিউটকে ১৫ রানে হারিয়ে।
টস জিতে ব্যাট করতে নেমে সুবার্বন ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে। দীপক প্রসাদ ৩৭ বলে সর্বাধিক ৫৩ রান করেন। অভিষেক দাস ১০ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। ২৮ রান দিয়ে ২ উইকেট নেন আকাশ ত্রিপাঠী।
জবাবে খেলতে নেমে তালতলা ইনস্টিটিউট ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রানের বেশি তুলতে পারেনি। চক্রধর দ্বিবেদী করেন ৩৭। অভিশান্ত তিনটি, ঋষি বটব্যাল ও গৌতম ভার্মা ২টি করে উইকেট নেন। ক্রিকেটারদের উৎসাহিত করতে হাজির ছিলেন সিএবি সহ সভাপতি অমলেন্দু বিশ্বাস, অবজারভার কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিক, প্রাক্তন ক্রিকেটার ইন্দুভূষণ রায় প্রমুখ।