শনিবার থেকেই বদলে যাচ্ছে আবহাওয়া। শনিবার থেকে বুধবার পর্যন্ত অর্থাৎ আগামী পাঁচ দিন দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জেলায় জেলায় দুপুরে গরম আর অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে। বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। সোমবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে তাপমাত্রা। এমনটাই বলেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
বিগত কয়েকদিন ধরে রীতিমতো দহন জ্বালায় জ্বলছে পশ্চিমবঙ্গের মানুষজন। কবে আসবে বৃষ্টি, সেই আশায় চাতকের মতো অপেক্ষায় মানুষ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকতে পারে। কলকাতাতে রবিবার বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর পরিস্থিতি সহ শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকছে।
শনিতে বেশি থাকবে কলকাতার আপেক্ষিক আর্দ্রতা। তাই সারাদিনই প্রবল অস্বস্তি বজায় থাকবে। বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে বিকেলের দিকে। তবে কলকাতায় স্বস্তি ফেলার সম্ভাবনা কম। আগামীকাল অর্থাৎ রবিবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। শুক্রবার কলকাতার তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলছে। আগামী বুধবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় বড় কোন পরিবর্তন হবে না। শনিবার থেকে সোমবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। দার্জিলিং থেকে মালদা প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী পাঁচ দিনে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কোন সতর্কবার্তা নেই।
