Hafiz Saeed: শেষ হয়নি অপারেশন সিঁদুর। জঙ্গি হাফিজ সইদকে ভারতের হাতে তুলে দেওয়া হোক। তাহলেই সব মুশকিল আসান হয়ে যাবে। পাকিস্তানকে এবার এমনই বার্তা নয়াদিল্লির। ২৬/১১ মুম্বই হামলার চক্রী তাহাউর হুসেন রানাকে আমেরিকা যেভাবে ভারতে প্রত্যর্পণ করেছে, তেমনই হাফিজ সইদ,সাজিদ মীর ও জাকিউর রহমান লকভিকে ভারতের হাতে তুলে দেওয়া হোক। দাবি তুললেন ইজরায়েলে ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিং।
সোমবার ইজরায়েলি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন জেপি সিং। তিনি জানান, “গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর পাল্টা অপারেশন সিঁদুর অভিযানে প্রথম টার্গেট করা হয় পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে। ধর্ম বেছে বেছে নিরীহ পর্যটকদের খুন করে জঙ্গিরা। মারার আগে ধর্ম জিজ্ঞেস করা হয়। ২৬ জন প্রাণ হারান। ভারতের টার্গেট ছিল জঙ্গিরা। কিন্তু পাকিস্তান পাল্টা ভারতের সেনাবাহিনীকে টার্গেট করে।”
পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারত। কিন্তু সেই অভিযান এখনও শেষ হয়নি। অভিযান শুধুমাত্র সাময়িক বন্ধ রাখা হয়েছে। সাক্ষাৎকারে স্পষ্টতই জানালেন জেপি সিং। তিনি বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। নিউ নর্মাল পদ্ধতি অনুসরণ করছি আমরা। ফলে যেখানেই জঙ্গিদের চিহ্নিত করা হবে, সেখানেই তাদের নিকেশ করে ফেলা হবে। একইসঙ্গে জঙ্গিঘাঁটিও গুঁড়িয়ে ফেলা হবে। তাই অভিযান এখনও শেষ হয়নি। তবে সংঘর্ষ বিরতি বহাল রয়েছে।”
১০ মে পাকিস্তানের নুর খান বায়ুসেনা ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাই অপারেশন সিঁদুরের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে উল্লেখ করেন জেপি সিং। ওই হামলার জেরে থরহরিকম্প অবস্থা ইসলামাবাদের। এরপরই পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমও-র কাছে সংঘর্ষ বিরতির আর্জি জানায়।
সিন্ধু জল চুক্তি বাতিলের সিদ্ধান্ত যুদ্ধের সমান বলে উল্লেখ করেছে পাকিস্তান। যদিও জেপি সিংয়ের দাবি, এওই চুক্তির কোনও শর্তাবলীই এতদিন পাকিস্তান মেনে আসেনি। জেপি সিং আরও বলেন, “আমরা জল দিয়েছি, ওরা জঙ্গি লেলিয়ে দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী স্পষ্টতই বলেছেন, রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না।” আর তাই পাকিস্তানের বিরুদ্ধ ভারতের জনরোষের জেরেই সিন্ধু জল চুক্তি রদ করা হয়েছে বলে জানান তিনি।
