Chhattisgarh Encounter: মাওবাদী দমনে বড়সড় সাফল্য! বিশেষ অভিযানে ৩০ জন মাওবাদীকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী। তাৎপর্যপূর্ণভাবে নিহতদের মধ্যে ‘মোস্ট-ওয়ান্টেড’ মাওনেতা নাম্বালা কেশব রাও (Nambala Keshav Rao) ওরফে বাসব রাজ (Basavraj) আছেন। যার মাথার দাম এক কোটি টাকা ছিল বলে জানা যাচ্ছে। এই ঘটনার পরেই ছত্তিসগড় জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
জানা যাচ্ছে, ছত্তিসগড়ের নারায়ণপুর (Narayanpur District) জেলার আবুজমাড় (Abujhmad) এর জঙ্গলঘেরা এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে বিশেষ অভিযান (Chhattisgarh Encounter) শুরু করে নিরাপত্তাবাহিনী। আর এই অভিযান চলাকালীন বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। জানা যায়, বিশেষ এই অপারেশনে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (District Reserve Guard) এর বাহিনী অংশ নেয়।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই অভিযানে এখনও পর্যন্ত ৩০ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। উদ্ধার হয় নাম্বালা কেশব রাও (Nambala Keshav Rao) ওরফে বাসব রাজের দেহও। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গোটা এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আকাশপথেও জঙ্গলঘেরা ওই এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে।
Chhattisgarh Encounter: কিন্তু কে এই বাসব রাজ?
অন্যতম শীর্ষ মাওবাদী নেতা বাসব রাজ। ১৯৭০ সাল থেকে মাওবাদীদের সঙ্গে যুক্ত। এমনকী মাওবাদী সংগঠনে (Communist Party of India (Maoist) বাসব রাজ সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব সামলাছিলেন বলে খবর। একাধিক নাশকতার ঘটনায় ইতিমধ্যে তাঁর নাম জড়িয়েছে। রয়েছে এফআইআরও। দেশজুড়ে নাম্বালা কেশব রাও’য়ের খোঁজে দীর্ঘ সময় ধরে খোঁজ চলছিল। এমনকী মাথার দাম এক কোটি টাকা রাখা হয়েছিল। অবশেষে ছত্তিসগড়ে চলা বিশেষ অভিযানে নিকেশ শীর্ষ এই মাওবাদী নেতা।
বলে রাখা প্রয়োজন, আগামী ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশে মাওবাদী নির্মূল করার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অনুযায়ী ছত্তিসগড় সহ একাধিক জায়গায় চলছে বিশেষ অভিযান। আর এই অভিযানে গত কয়েকমাসে একাধিক মাওবাদীকে নিকেশ পর্যন্ত করা হয়েছে।
