কেরলের এড়াপল্লির ব্যস্ত রাস্তায় আচমকাই দেখা গেল এক বিশাল উটপাখিকে! কোথা থেকে এল? কে নিয়ে এল? এই রকম হাজারো প্রশ্নে মুখর হয়ে উঠল স্থানীয় মানুষ আর নেটদুনিয়া। ঘটনাটি ঘটেছে কেরালার এর্নাকুলাম জেলার এডাথালা অঞ্চলে, যেখানে বৃহস্পতিবার সকালে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায় এক পেল্লায় উটপাখিকে।
জানা গিয়েছে, উটপাখিটি আদতে এক ব্যক্তির পোষা। স্থানীয় পঞ্চায়েত প্রধান লিজি রাকেশ জানিয়েছেন, এক উটপাখিটি খাঁচা থেকে পালিয়ে কয়েকশো মিটার হেঁটে রাস্তায় চলে আসে। এ দৃশ্য দেখে প্রথমে হতবাক হয়ে যান পথচারীরা। তার পর শুরু হয় ছবি ও ভিডিও তোলার হিড়িক। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি হাত নাড়িয়ে উটপাখিটিকে পথ দেখাচ্ছেন, আর পাখিটি আশ্চর্যজনক ভাবে তাঁর নির্দেশ মতো রাস্তা দিয়ে হাঁটছে যেন রীতিমতো ট্রাফিক নিয়ম মানছে!
এই অনন্য দৃশ্য মুহূর্তে ভাইরাল। ইনস্টাগ্রামে ‘ফিলস অফ কোচি’ নামের একটি পেজ থেকে শেয়ার হওয়া ভিডিওটি ইতিমধ্যেই সাড়ে সাত মিলিয়নের বেশি বার দেখা হয়েছে। মন্তব্যে কেউ লিখেছেন, জুমানজি সিনেমা যেন সত্যি হয়ে গেল! আবার কেউ মজা করে বলেছেন, এই পাখির ট্রাফিক সেন্স অনেক ড্রাইভারের থেকেও ভাল!
স্থানীয়রা জানিয়েছেন, পাখিটিকে ধরে নিরাপদে ফেরত নিয়ে যাওয়া হয়েছে মালিকের বাড়িতে। তবে ঘটনাটি নিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, কেরালায় হাতি দেখা যায়, এ বার উটপাখিও! এই ঘটনার ভিডিয়ো যে নেটদুনিয়ায় ঝড় তুলবে, সেটাই স্বাভাবিক।