কৃষি বিমাতেও এবার থাবা বসালো দুর্নীতি -রবি মরশুমের শস্য চাষ না করেই ’কৃষি বিমার’ ক্ষতিপূরণ লাভ – তেলপাড় শস্যগোলা বর্ধমানে

❤️ Like 🔄 Share 👁️ 0 Share on WhatsApp বর্ধমান ২৩ মে কৃষি বিমাতেও এবার থাবা বসালো দুর্নীতি। যাঁদের এক ছটাকও জমি নেই, যাঁরা চাষই করেন না,তাঁরা পেয়ে গিয়েছেন’ রবি মরশুমের শস্য চাষের ’কৃষি বিমার’ ক্ষতিপূরণ।অথচ রবি মরশুমের শস্য চাষের প্রকৃত ক্ষতিগ্রস্থরা ক্ষতিপূরণ পাওয়া থেকে বঞ্চিতই রয়ে গিয়েছেন । এ নিয়ে বেজায় ক্ষুব্ধ পূর্ব বর্ধমানের … Continue reading কৃষি বিমাতেও এবার থাবা বসালো দুর্নীতি -রবি মরশুমের শস্য চাষ না করেই ’কৃষি বিমার’ ক্ষতিপূরণ লাভ – তেলপাড় শস্যগোলা বর্ধমানে