দ্রুত নির্বাচন চাওয়ার কোনও যুক্তি থাকতে পারে না বলে জানালেন বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তাঁর মতে দ্রুত নির্বাচন হবে অথচ তা স্বচ্ছ সুষ্ঠু হবে না, তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান–পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে।
শেখ হাসিনা পরবর্তী জামানায় দীর্ঘদিন ধরেই দ্রুত নির্বাচন চাইছে খালেদা জিয়ার দল। অন্তর্বর্তী ইউনূস সরকারের নিরপেক্ষতা, স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এবছরের ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ভোটের দাবি তুলেছে খালেদা জিয়ার দল। ন্যূনতম সংস্কার করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দাবি তুলেছে বাম গণতান্ত্রিক জোট। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার শুধু একটি বিশেষ দল ও গোষ্ঠীর প্রতি সহায়তা করায় সংকট তৈরি হয়েছে। এই ইঙ্গিত জাতীয় নাগরিক পার্টির দিকেই করা হয়েছে বলে মনে করছে অনেকে।
এই প্রেক্ষিতেই সুর চড়িয়েছেন সারজিস আলম। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী তাঁর দাবি,‘নির্বাচন দ্রুত দিতে হবে—এটা কথা হতে পারে না; বরং, কথা এটি হতে পারে যে নির্বাচন স্বচ্ছ-সুষ্ঠু হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার এবং সংস্কার পাশাপাশি চালিয়ে গিয়ে যখন এই সুষ্ঠু-স্বচ্ছ নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জুনের মধ্যে তখন যেন এটি হয়।তাঁর আরও দাবি দ্রুত নির্বাচন হবে অথচ স্বচ্ছ সুষ্ঠু হবে না, তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান–পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে। সেটি আমরা আমাদের জায়গা থেকে চাইতে পারি না।’
এনসিপি নেতা সারজিস আলম এদিন বলেন যে গত ১৬ বছরে যে রাজনৈতিক সংস্কৃতি দেখেছি, তাতে দেখা গেছে—এই খুনি হাসিনা ও তাঁর সহযোগীরা বারবার অন্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করেছেন। দুর্ভাগ্যজনকভাবে, এখনও কিছু রাজনৈতিক দলের নেতারাও সেই একই ভাষায় কথা বলছেন। তাঁর দাবি কিন্তু আজকের তরুণ প্রজন্ম সেই পুরোনো কালচারের পুনরাবৃত্তি হতে দেবে না।
