এলন মাস্ক মার্কিন সরকারি দক্ষতা বিভাগের প্রধান পদ থেকে সরে যাওয়ার পর এই শূন্যতা পূরণ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মন্ত্রিসভার সদস্যরা— হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভাট এ কথা জানিয়েছেন। মার্কিন সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে দায়িত্বের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আগেই বিদায় ঘোষণা করেছেন স্পেস ও টেকনোলজি বিলিয়নেয়ার এলন মাস্ক। বুধবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে একথা ঘোষণা করেন তিনি। তবে লিভাট জানিয়েছেন, “ডিওজিই-র নতুন নেতৃত্বে আছেন প্রেসিডেন্ট নিজে এবং তার মন্ত্রিসভার প্রতিটি সদস্য, যারা সরকারের অপচয়, জালিয়াতি ও দুর্নীতি কমানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
সময়ের আগেই মাস্ক সরে যাওয়ায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।যদিও ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রতিক্রিয়ায় এলনকে ‘অসাধারণ’ আখ্যা দিয়ে বলেন, মাস্ক “সবসময় আমাদের সঙ্গেই থাকবেন”। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে মাস্ককে নিয়ে প্রেস কনফারেন্স করার কথা লেখেন। তিনি লেখেন, “এটি তার শেষ দিন, তবে আসলে নয় … কারণ তিনি সবসময় আমাদের সঙ্গে থেকে সাহায্য করবেন। এলন অসাধারণ! হোয়াইট হাউসে দেখা হবে।”
নির্বাচনের সময়েই তৈরি হয় ট্রাম্প- মাস্ক যুগলবন্দী। মাস্ক ছিলেন ট্রাম্পের ২০২৪ নির্বাচনী প্রচারের সবচেয়ে বড় আর্থিক দাতা। পাশাপাশি তিনি ট্রাম্পের প্রাক-নির্বাচনী প্রচারে অংশও নেন। হিসেব মত ট্রাম্প প্রশাসনে একজন বিশেষ সরকারি কর্মচারী হিসেবে এলন মাস্কের ১৩০ দিনের মেয়াদ ৩০ মে নাগাদ শেষ হওয়ার কথা ছিল। তবে তাঁর এই বিদায় বার্তা চলে আসে ট্রাম্পের ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ এর বিরুদ্ধে মাস্কের প্রথম সমালোচনার ঠিক পরেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরকারের ‘অপচয় কমানোর সুযোগ’ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন এলন মাস্ক, তবে মাস্ক না থাকলেও প্রশাসন জানিয়েছে যে ফেডারেল সরকার পুনর্গঠন এবং সংকুচিত করার জন্য সরকারি দক্ষতা বিভাগের চেষ্টা অব্যাহত থাকবে। পদ ছাড়ার সময় ইলন জানান, “সময়ের সঙ্গে সরকারি দক্ষতা বিভাগ আরও শক্তিশালী হবে এবং সরকারের সর্বত্র এটি একটি অভ্যাসে পরিণত হবে।”
গত কয়েক মাসে ফেডারেল সরকারের সিদ্ধান্তে তার ক্রমবর্ধমান প্রভাব নিয়ে সমালোচনার মুখে পড়েন মাস্ক। তবে DOGE-এর অফিসিয়াল ওয়েবসাইট দাবি করেছে, চুক্তি বাতিল, সম্পদ বিক্রয় ও অন্যান্য পদক্ষেপের মাধ্যমে এই সংস্থা এ পর্যন্ত ১৬০ বিলিয়ন ডলার সাশ্রয় করেছে।এলন মাস্ক এখন DOGE থেকে সরে গিয়ে নিজের ব্যবসায়িক উদ্যোগে মনোযোগ দিচ্ছেন বলে জানা যাচ্ছে।
Leave a comment
Leave a comment
