ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি না পেলে আরA বেশি হিট হত ‘লাপাতা লেডিস’! এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করে বসলেন বলিউড সুপারস্টার ও প্রযোজক আমির খান। তাঁর প্রযোজিত ২০২৪ সালের ছবি ‘লাপাতা লেডিস’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি না পেলে বক্স অফিসে অনেক বড় সাফল্য পেত বলে মনে করেন আমির। তিনি মনে করেন, দর্শকদের মুখে মুখে প্রশংসা ছড়িয়ে পড়ছিল এই ছবি নিয়ে। ‘ওয়ার্ড অফ মাউথ’ প্রচার অত্যন্ত শক্তিশালী ছিল বলে মত আমিরের। তাই যদি ছবিটি কিছুদিন পরে ওটিটিতে আসত, তাহলে অনেক বেশি মানুষ হলে গিয়ে ছবিটি দেখতেন এবং সেটি বাণিজ্যিক দিক থেকেও অনেক সফল হতো বলে জানান মিস্টার পারফেক্সনিস্ট।
সাক্ষাৎকারে আমির আরও বলেন, একটি ছবির জনপ্রিয়তা যাচাই করার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো বক্স অফিস রিপোর্ট। তাঁর কথায়, রিভিউ অনেকেই দেয়, কেউ পছন্দ করে, কেউ করে না। এসব বিষয় খুবই ব্যক্তিগত। কিন্তু বক্স অফিস থাকে একেবারে বাস্তব ও নিরপেক্ষ। বক্স অফিস কালেকশন বলে দেয়, ছবিটি কত মানুষ দেখেছে, কত টাকা আয় হয়েছে এবং কতটা ভালোবাসা পেয়েছে। যদি কোনো বিশেষ কারণ না থাকে ছবির না চলার, তাহলে সেই ছবির গ্রহণযোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ বক্স অফিস পারফরম্যান্স।
উল্লেখ্য,’লাপাতা লেডিস’ ছবিটি মুক্তি পেয়েছিল ১ মার্চ ২০২৪ তারিখে। মাত্র আট সপ্তাহ পর, অর্থাৎ ২৬ এপ্রিল থেকেই এটি নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়। ছবিটি ভারতীয় বক্স অফিসে মোট ২৪.৩১ কোটি আয় করে, যার মধ্যে নেট আয় ছিল ২০.৫৮ কোটি। আর বিশ্বজুড়ে ছবিটির মোট আয় দাঁড়ায় ২৭.০৬ কোটি টাকায়।
এই ছবির গল্প গ্রামীণ ভারতের পটভূমিতে নির্মিত। দুটি পরিবারের নববধূ অদল বদল হয়ে যায়। সমাজে পিতৃতান্ত্রিক মনোভাব, লিঙ্গবৈষম্য এবং নারীদের অবস্থান নিয়ে এক সরল অথচ গভীর বার্তা দেওয়া হয়েছে ছবিতে। ছবিটি পরিচালনা করেছfnsন কিরণ রাও । মুখ্য ভূমিকায় ছিলেন নিতাংশী গোয়েল, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কদম এবং রবি কিশান। অন্যদিকে, আমির খান এবার ‘তারে জমিন পর’-এর সিক্যুয়েল নিয়ে আসছেন। এই ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২০ জুন।
