বলিউডের বাদশা শাহরুখ খান এবার গর্বে আটখানা! কারণ, মেয়ে সুহানা খানের নতুন ইনস্টাগ্রাম পোস্ট দেখে তিনি নিজের আবেগ ধরে রাখতে পারেননি। সম্প্রতি অ্যাডিডাস ইন্ডিয়ার সঙ্গে একটি নতুন ফটোশুটে অংশ নেন শাহরুখকন্যা সুহানা। ইনস্টাগ্রামে সুহানা ও ব্র্যান্ডের একটি যৌথ পোস্টে তাঁকে স্পোর্টি অ্যাথলেশিওয়্যার পরে আত্মবিশ্বাসী ও ফ্লেক্সিবল পোজে দেখা যায়।
এই ছবি দেখে শাহরুখ মন্তব্য করেন, ‘লুকিং সো গুড!!’ অর্থাৎ, ‘খুব ভালো লাগছে!’ তার উত্তরে সুহানা লিখেছেন, ‘ লাভ ইউ’, সঙ্গে জুড়ে দিয়েছেন রেড হার্ট ইমোটিকন। বাবা-মেয়ের এই মিষ্টি কথোপকথন মন জয় করে নেয় অনুরাগীদের।
অনেকে সুহানার ছবিতে মন্তব্য করেছেন । কেউ লিখলেন,‘খুব সুন্দর’, ‘তোমার জন্য পাগল হয়ে গেছি’, এবং ‘এই কমলার রঙটা একেবারে তোমার জন্যই তৈরি হয়েছে!’ অর্থাৎ, ভক্তরা তাঁর রূপ, স্টাইল ও আত্মবিশ্বাসী উপস্থিতির ভূয়সী প্রশংসা করেছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বর মাসে সুহানা অভিনয় জগতে পা রাখেন জোয়া আখতার পরিচালিত নেটফ্লিক্স সিনেমা ‘দ্য আর্চিস’-এর মধ্য দিয়ে। এই ছবিতে সুহানার সঙ্গে ছিলেন খুশি কাপুর, আগস্ত্য নন্দা, মিহির আহুজা প্রমুখ। সিনেমাটি বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে।
শুধু এখানেই নয়, এবার বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সুহানা। তাঁদের একসঙ্গে দেখা যাবে আসন্ন ছবি ‘কিং’-এ। প্রথমে ছবিটি পরিচালনা করার কথা ছিল সুজয় ঘোষের, তবে এখন পরিচালনার দায়িত্ব নিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। শোনা যাচ্ছে, এই ছবিতে রয়েছেন একঝাঁক তারকা জ্যাকি শ্রফ, অনিল কাপুর, রানি মুখার্জি, অর্জাদ ওয়ারসি, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত ও অভয় বর্মা। শাহরুখ ও সুহানার এই যুগলবন্দী নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে উত্তেজনা তুঙ্গে। এখন শুধু অপেক্ষা সেই বড়পর্দায় তাঁদের একসঙ্গে দেখার!
