ভুয়ো কার্ডিয়োলজিস্টের চিকিৎসায় মৃত বহু
ভুয়ো কার্ডিয়োলজিস্টের হার্ট সার্জারিতে মৃত্যু বহু রোগীর! হরিয়ানার ফরিদাবাদ শহরের এক সরকারি হাসপাতালের ঘটনা। শুধুমাত্র এমবিবিএস ডিগ্রি থাকা ডাক্তার, নিজেকে কার্ডিয়োলজিস্ট বলে পরিচয় দিয়ে, গত আট মাসে ৫০টির বেশি হার্টের সার্জারি করে ফেলেছেন! তারই পরিণাম হলো ভয়ঙ্কর।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ডাঃ পঙ্কজমোহন শর্মা নিজের আসল নাম ব্যবহার করলেও, তিনি আসল কার্ডিয়োলজিস্ট ডাঃ পঙ্কজ মোহনের রেজিস্ট্রেশন নম্বর জালিয়াতি করে ব্যবহার করতেন। অথচ তাঁর নিজের এমবিবিএস রেজিস্ট্রেশন নম্বর ছিল ২৮৪৮২। এমনকি প্রেসক্রিপশনেও লেখা থাকত তিনি নাকি ডিএনবি কার্ডিওলজিতে পাশ করা একজন বিশেষজ্ঞ!
ঘটনাটি সামনে আসে, যখন এক রোগী সত্যিকারের ডাঃ পঙ্কজ মোহনের কাছে চিকিৎসা করাতে গেলে তিনি চমকে যান। কারণ তাঁর নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে কেউ আরেকজন এতদিন ধরে অপারেশন করে চলেছেন! ভেবেই অবাক হয়ে যান ওই রোগী। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে ফরিদাবাদে বাদশাহ খান সিভিল হাসপাতালের হৃদরোগ কেন্দ্রটি চালায় মেডিটারিনা হাসপাতাল।
২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অভিযুক্ত চিকিৎসক ওই কেন্দ্রে কর্মরত ছিল। সেই সময়ে বেশ কয়েকজন রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়, এমনকি কারও কারও মৃত্যু পর্যন্ত ঘটে। পলওয়াল জেলার রাজা রাম অভিযোগ করেছেন, তাঁর বাবার মৃত্যু হয় স্টেন্ট বসানোর একদিন পরই, যেটা করেছিল এই ভুয়ো ডাক্তার।
অভিযোগ পেয়ে প্রকৃত ডাঃ পঙ্কজ মোহন আইনি পদক্ষেপ নেন এবং ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনকে জানান। ডাক্তার শর্মাকে জিজ্ঞাসাবাদ করা হলে, সে কোনো বৈধ ডিগ্রির কাগজ দেখাতে পারেনি। তখনই তাঁর চাকরি কেড়ে নেওয়া হয়। এই ঘটনা নিয়ে এখন তদন্ত চলছে। কতজন রোগী তাঁর হাতে চিকিৎসা পরিষেবা নিয়েছেন বা মারা গেছেন, তা নিয়ে এখনও কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
