রাতের অন্ধকার। একেবারে শুনশান এক রাস্তা। আর সেখানেই টহল দিচ্ছে আস্ত একটা সিংহ। আর সেই ভাইরাল ভিডিও ঘিরে উত্তাল নেট দুনিয়া! শুধু ঘোরাফেরা নয়, ভিডিওতে দেখা যাচ্ছে ওই সিংহটি রাস্তার ধারে শুয়ে থাকা ঘুমন্ত এক মানুষের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তবে কিছু না করে শুধুমাত্র শুঁকে চলে যেতেও দেখা যাচ্ছে সিংহটিকে। একেবারে হাড়হিম করা ভিডিওটি ভারতের কোথাকার তা এখনও স্পষ্ট নয়। তবে এখনও পর্যন্ত ভাইরাল ভিডিওটি কয়েক মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। এর সঙ্গে তো লাইক শেয়ার আছেই!
তবে ভিডিও ঘিরে তৈরি হয়েছে বিতর্কও। বিশেষ করে সিংহটির আচরণ দেখে অনেকেই প্রশ্ন তুলছেন ভাইরাল ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই জেনারেটেড কি না!
মানুষের রুটিরুজির সঙ্গে জড়িয়ে গিয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই। কর্মক্ষেত্রে বহু কাজই এখন এআইয়ের মাধ্যমে সেরে ফেলা হচ্ছে। একদিকে প্রযুক্তি এগোচ্ছে। অন্যদিকে অভিশাপও হয়ে দাঁড়াচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই’য়ের প্রভাবে বিশ্বজুড়ে বহু মানুষকে কর্মহীন হতে হচ্ছে আবার এর কারসাজিতে সেলেব দুনিয়ার মানুষদেরও বিপদে পড়তে হচ্ছে। ছড়িয়ে পড়ছে ফেক কনটেন্ট, ছবি-ভিডিও। যা দেখলে আসল না নকল বোঝা দায়! যেমনটা ভাইরাল হওয়া সিংহের এই ভিডিও!
সত্যিই মাংসাশী পশুটি হাতের সামনে আস্ত মানুষকে পেয়ে ছেড়ে দিল? এআই নয় তো? মানুষের এহেন বিভ্রান্তি কাটিয়েছেন বন আধিকারিক পারভীন কাসওয়ান। ভাইরাল হওয়া সিংহের ভিডিওটিকে এআই’য়ের মাধ্যমে তৈরি বলে দাবি তাঁর। update NEWS বলে একটি পেজে এই ভিডিওটি শেয়ার করা হয়।
https://x.com/ParveenKaswan/status/1931595483715355122?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1931595483715355122%7Ctwgr%5E2a1d25d75304f11d1528957efa4cc5c0f03f601d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fviral%2F7-million-views-but-not-real-ifs-exposes-viral-lion-video-claims-it-is-ai-generated-ws-l-9374553.html
আর সেই পেজটিকে রিটুইট করে কাসওয়ান লিখছেন, বহু মানুষ ইতিমধ্যে ভিডিওটি দেখে ফেলেছেন। কিন্তু এটি সম্পূর্ণ ভাবে AI-generated ভিডিও। তবে এআই কীভাবে মানুষকে বিভ্রান্ত করছে তাও উল্লেখ করেছেন ওই বন আধিকারিক। এআই এখনও প্রাথমিক স্তরে আছে। আগামীদিনে কী হতে পারে সেই আশঙ্কার কথাও টুইটের মাধ্যমে তুলে ধরেছেন পারভীন কাসওয়ান।
