ভারতে ফের একবার করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। কেরল সহ একাধিক রাজ্যেই সংক্রমণের গ্রাফ উপরের দিকে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬,১৩৩ জনে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় ৬ জন রোগীর মৃত্যুও হয়েছে। মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সংক্রমণের নিরিখে কেরল সবথেকে আগে। তালিকায় উপরের দিকে রয়েছে বাংলাও। এই অবস্থায় স্বাস্থ্যমন্ত্রকের তরফে কড়া নজর রাখা হচ্ছে দেশের করোনা পরিস্থিতির উপর। তবে এখনও সংক্রমণ বৃদ্ধিকে কোনও ‘ওয়েভ’ বলতে নারাজ স্বাস্থ্য আধিকারিকরা।
কেরলে সক্রিয় রোগীর সংখ্যা ২০০০ এর দোরগোড়ায়
গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কেরলে ১৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরপরেই সে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৯৫০। এটি দেশের মোট আক্রান্তের প্রায় অর্ধেক। আর এরপরেই রাজ্যজুড়ে করোনা পরীক্ষার উপর জোর দিতে বলা হয়েছে। অন্যদিকে সংক্রমণ বাড়ছে বাংলাতেও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭১। আর এরপরেই বাংলায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৩। যা কিছুটা হলেও উদ্বেগ বাড়াচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের।
মহারাষ্ট্র এবং দিল্লির পরিস্থিতি একনজরে
গত কয়েকদিন সংক্রমণ বাড়লেও দিল্লির পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২১ জন রাজধানীতে করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৮৬। নতুন করে ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। সে রাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে মহারাষ্ট্রে করোনা আক্রান্ত রোগীর মোট সংখ্যা ৫৯৫।
বলে রাখা প্রয়োজন, চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের শুরুতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার সাবভেরিয়েন্ট LF.7 এবং NB.1.8.1 নিয়ে সতর্ক করে। যদিও এটি সংক্রমণ ঘটালেও চিন্তার বিষয় নয় বলেও বার্তা দেওয়া হয়। এই স্ট্রেন শুধু ভারতে নয়, এশিয়ার একাধিক দেশে সংক্রমণ ঘটাচ্ছে।