‘হাউসফুল ৫’-এর প্রচারে অভিনব এক কাণ্ড ঘটালেন খিলাড়ি কুমার। সিনেমা হলে দর্শকদের প্রতিক্রিয়া জানতে মুখোশ পরে মুম্বইয়ের বান্দ্রায় একটি প্রেক্ষাগৃহের সামনে ঘুরলেন অভিনেতা! কিন্তু আশ্চর্যের বিষয় হল, তাঁকে একজনও চিনতে পারলেন না।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন অক্ষয় কুমার। সেখানে দেখা যায়, তিনি একটি অদ্ভুত মুখোশ পরে দর্শকদের সঙ্গে কথা বলছেন। ভিডিয়োর ক্যাপশনে অভিনেতা লেখেন, “আজ হঠাৎ করেই মনে হল ‘হাউসফুল ৫’-এর শো শেষ করে বেরোনো দর্শকদের ইন্টারভিউ নেব। তাই খুনির মুখোশ পরে বান্দ্রায় বেরিয়ে পড়লাম। ধরা পড়ার আগে পালিয়ে এলাম। দারুণ একটা অভিজ্ঞতা।”
ভিডিয়োটিতে দেখা যায়, মুখোশ পরে অক্ষয় কুমার দর্শকদের কাছে সিনেমা কেমন লাগল তা জানতে চাইছেন। অনেকেই অক্ষয়ের সিনেমাকে ‘দারুণ’, ‘মজাদার’ বলে প্রশংসা করেছেন, কিন্তু কেউই বুঝতে পারেননি, প্রশ্ন করা ব্যক্তিটি আর কেউ নন, স্বয়ং অক্ষয় কুমার নিজে!
গত ৬ জুন মুক্তি পাওয়া এই কমেডি সিনেমা ইতিমধ্যেই দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে। সিনেমায় আছেন অক্ষয় কুমার ছাড়াও অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, নার্গিস ফখরি, জ্যাকলিন ফার্নান্দেজ এবং সৌন্দর্যা শর্মা। প্রথম দিন ভারতে এই ছবি আয় করেছে ২৪ কোটি টাকা, আর বিশ্বব্যাপী আয় ৪০ কোটি টাকা। দ্বিতীয় দিনে শুধুমাত্র ভারতেই আয় দাঁড়িয়েছে ৩০ কোটি টাকা। অর্থাৎ দু’দিনেই ছবির মোট আয় হয়েছে প্রায় ৫৪ কোটি টাকা।
‘হাউসফুল ৫’ ছবি মুক্তির প্রথম দিনেই দেশজুড়ে গড়ে ৩৩.১৮ শতাংশ আসন ভরেছে দর্শকে। দিনভর প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি ক্রমশই বেড়েছে। রবিবারের রিপোর্ট এখনও আসেনি, তবে অনেকে মনে করছেন প্রথম সপ্তাহেই ছবিটি নতুন রেকর্ড গড়তে পারে।