বিশ্বের দরবারে ফের সেরা ভারত। রীতিমতো জয়জয়কার। আন্তর্জাতিক প্রতিযোগিতায় চার গবেষকের দারুণ সাফল্য। চারজনের মধ্যে তিনজনই বাঙালি। সবাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেসে গবেষণায় যুক্ত। সম্প্রতি তাত্ত্বিক পদার্থবিদ্যার উপর আন্তর্দেশীয় প্রতিযোগিতা আয়োজিত হয়, যার নাম PLANCKS 2025। স্পেনের বার্সেলোনায় এই প্রতিযোগিতা হয়। আর তাতে চারজনের ভারতীয় দলটি অংশ নেয় এবং দারুণ ফলাফল হয়।
প্রতিযোগিতায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের চারজনের দল ষষ্ঠ স্থান অধিকার করেছে। পর্যবেক্ষকদের কথায়, এর আগে এমন ফল হয়নি। স্বভাবতই উচ্ছ্বসিত সবাই। বিশ্বের দরবারে তিন বাঙালির এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “বিশ্বমঞ্চে মেধার কঠোর আন্তর্জাতিক পরীক্ষায় শীর্ষ স্তরের স্বীকৃতি ছিনিয়ে আনার জন্য অভিনন্দন জানাই জয়ী চার তরুণ ভারতীয়-বাঙালিকে। আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিদ্যার এই কঠিন আন্তর্দেশীয় প্রতিযোগিতায় (PLANCKS 2025) সফল এই চার তরুণের দলে তিনজনই বাঙালি এবং বাংলার সরকার তাতে বিশেষভাবে আনন্দিত। চারজনকেই আমি এই অভূতপূর্ব বিশ্বস্তরের সাফল্য প্রাপ্তিতে অভিনন্দন জানাই”।
শুধু তাই নয়, এই বিষয়ে মুখ্যমন্ত্রী আরও লিখছেন, “পদার্থবিদ্যার এই জগৎজোড়া পরীক্ষার ২০২৫ সংস্করণটি (PLANCKS 2025) হয় স্পেনের বার্সেলোনায় এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের এই তরুণ আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা সেই প্রতিযোগিতায় বিশ্বে ষষ্ঠ স্থান অর্জন করেছে। এই কঠিন আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোনো ভারতীয় শিক্ষার্থী দল এর আগে এত ভাল ফল করেনি।”
তিনি আরও লিখেছেন, ‘এই দলে আছে সিমর নিরুলা, ঋতব্রত ঘোষ, সুস্মিত রায় এবং অভীক দাস। ঘোষ-রায়-দাসেরা আমাদেরই ছেলে। অভীক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে শীর্ষস্তরের সাফল্য পেয়েছিল। চাকদহর ঋতব্রত ও সুস্মিতও ধারাবাহিক সাফল্য পেয়েছে। এখন কঠিন আন্তর্জাতিক মেধা প্রতিযোগিতায় এই বিপুল সাফল্য পেয়ে তারা আমাদের আরও গর্বিত করল।’ আর এই সাফল্যের জন্য এই তিন তরুণ গবেষকের পিতামাতা ও অভিভাবকদের অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আরও লেখেন, “আমাদের ছেলেমেয়েরা আরও আরও আন্তর্জাতিক সাফল্যের মুকুট ছিনিয়ে আনুক – এই কামনা করব”।
বলে রাখা প্রয়োজন, PLANCKS অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। এমনকী কঠিনও বটে। শুধু ভারতই নয়, বিশ্বের একাধিক দেশ থেকে প্রতিযোগীরা অংশ নেন এই প্রতিযোগিতায়। গত মাস অর্থাৎ ১ মে থেকে ৫ মে’র মধ্যে হয় এই পরীক্ষা।
