‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির ‘রাজ’-এর চরিত্র দেখে শাহরুখের প্রেমে পড়ে গিয়েছিলেন দীপশিখা নাগপাল। এমনিতেই বলিউডের কিং শাহরুখ খানের প্রতি মানুষের ভালবাসা একেবারে আলাদা রকমের। তেমনই অভিনেত্রী দীপশিখাও এক সময় তাঁর প্রতি মোহিত ছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দীপশিখা তেমনটাই জানিয়েছেন। তবে বাস্তব জীবনে প্রথম বার শাহরুখের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা একেবারেই সুখকর ছিল না তাঁর জন্য।
দীপশিখা জানান, রাকেশ রোশনের ‘কোয়েলা’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে একটি দৃশ্য করার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই দৃশ্যে শাহরুখের গালে আঘাত করার কথা ছিল তাঁর। দীপশিখা বলেন, “আমি খুব নার্ভাস ছিলাম। প্রথম বার শাহরুখের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। রাকেশজি আমাকে ওঁর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আমার অভিনয়ের প্রশংসা করেন। কিন্তু শাহরুখ শুধু বলেন, ‘দেখা যাক।’ “ও ভাবে শাহরুখকে কথা বলতে শুনে আমি খুবই অপমানিত বোধ করেছিলাম।” মনে মনে ভাবেন, “এটাই কি সেই শাহরুখ, যার প্রতি আমি এত মুগ্ধ!” কিন্তু এই অপমানই তাঁকে নিজেকে প্রমাণ করার শক্তি দেয়। দীপশিখা বলেন, “যদিও সেই দৃশ্যটি শেষ পর্যন্ত ছবিতে রাখা হয়নি, কিন্তু আমার কাছে সেই মুহূর্তটি খুব গুরুত্বপূর্ণ ছিল। আজও আমি সেই মুহূর্তের কথা ও তাঁর উপস্থিতির ঘ্রাণ মনে রেখেছি।”
পরবর্তীতে শাহরুখই তাঁর নাম সুপারিশ করেন ‘বাদশাহ’ ছবির জন্য। দীপশিখা বলেন, “আমি আজও শাহরুখকে ধন্যবাদ জানাই, কারণ তিনি যদি সেই দিন ‘লেটস সি’ না বলতেন, তাহলে হয়ত আমি এত পরিশ্রম করে নিজেকে প্রমাণ করার চেষ্টা করতাম না।” এক কথায়, শাহরুখের একটি ছোট্ট মন্তব্যই দীপশিখাকে আরও উন্নতির পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছিল।
