ফের একবার পিছোল Axiom-4 mission। আজ বুধবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দেওয়ার কথা ছিল। এই মিশনে রয়েছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। কিন্তু শেষ মুহূর্তে মিশন পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্পেস এক্স। জানা যাচ্ছে, রকেট উৎক্ষেপণের আগে বেশ কিছু পরীক্ষা চলছিল, সেই সময় লিক্যুইড অক্সিজেনের লিকেজের বিষয়টি নজরে আসে। এরপরেই Axiom-4 mission স্থগিত করে দেওয়া হয়েছে।
স্পেস এক্সের তরফে এই বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া এক্স(আগে-টুইটার)-এ ইলন মাস্কের সংস্থার দাবি, Ax-4 মিশল ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু তা স্থগিত করা হচ্ছে। স্পেস এক্সের টিম লিক্যুইড অক্সিজেন লিকের সমস্যা ঠিক করতে কাজ করছে। তবে এজন্য কিছুটা সময় লেগে যাবে। খুব শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে স্পেসএক্সের বার্তায়।
যদিও এর আগে স্পেসএক্স এক বিবৃতিতে জানায়, ‘উৎক্ষেপণের জন্য আবহাওয়া ৮৫ শতাংশ অনুকূল’। পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। অন্যদিকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম ভারতীয় গগনযাত্রী পাঠানোর কথা থাকলেও শেষ মুহূর্তে অ্যাক্সিওম ০৪ মিশন স্থগিত হয়ে গিয়েছে।
এই প্রসঙ্গে ইসরো আরও জানাচ্ছে, ফ্যালকন ৯ লঞ্চ ভেহিকেলের বুস্টার স্টেজের কর্মক্ষমতা যাচাই চলছিল। সেই লিক্যুইড অক্সিজেনের লিকেজ ধরা পড়ে। আর এরপরেই ইসরোর টিমের সঙ্গে অ্যাক্সম এবং স্পেস এক্সের বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে লিকেজ ধরা পড়ে তা মেরামত করা হবে। প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা করা হবে। এরপরে মিশন ফের একবার শুরু হবে বলে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।
