সুদীপ্ত চট্টোপাধ্যায়
বাংলার প্রাপ্য টাকা কেটে অন্য রাজ্যে পাঠানো হচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে ফের রাজ্যের আর্থিক বঞ্চনা নিয়ে সরব হয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রাখার অভিযোগকে সামনে রেখে কেন্দ্রকে বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, “এটা অন্যায় হলেও সেই অন্যায় করেই চলেছে কেন্দ্রীয় সরকার।” তাঁর অভিযোগ, প্রকল্পে যে ধরণের অসঙ্গতির অভিযোগ তুলে এরাজ্যের বরাদ্দ আটকে দেওয়া হচ্ছে সে ধরনের অসঙ্গতি অন্য অনেক রাজ্যেও রয়েছে। উদাহরণ হিসেবে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, রাজস্থান ও গুজরাতের নাম উল্লেখ করেন মমতা। মুখ্যমন্ত্রীর মতে, “শুধু বাংলার সঙ্গেই বিমাতৃসুলভ ব্যবহার চলছে।” বিধানসভা অধিবেশনে দাঁড়িয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে ‘চোরেদের সরকার’ বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে ‘বাংলা বিরোধী’ বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য কিছু রাজ্যে মানুষকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে।” অন্যদিকে অধিবেশনের প্রশ্নোত্তর পর্বের মাঝে যখন মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, তখনই হট্টগোল শুরু করে দেন বিজেপি বিধায়কেরা। আচমকাই উঠে দাঁড়িয়ে শ্লোগান তুলতে শুরু করেন শিখা চট্টোপাধ্যায় ও শঙ্কর ঘোষ-সহ একাধিক বিজেপি বিধায়ক। ভরা সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিঘ্নিত করার চেষ্টা করে শেম-শেম ধ্বনিতে গর্জে ওঠেন তাঁরা। তৃণমূল কংগ্রেসের বিধায়করাও পাল্টা প্রতিবাদের শামিল হন।
১০০ দিনের কাজের প্রকল্পে অর্থ খরচে অনিয়মের হার সর্বনিম্ন হলেও রাজনৈতিক কারণে শুধুমাত্র এই রাজ্যকে ওই প্রকল্পের বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে বলে এদিন বিধানসভায় দাবি করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বিজেপি শাসিত একাধিক রাজ্যে ব্যাপক অনিয়ম হলেও তারা নিয়মিত বরাদ্দ পেতে থাকছে। তিনি জানান, “২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত উত্তর প্রদেশ ১০০ দিনের কাজের প্রকল্পে ৩৮ হাজার ৭ ৩৮ কোটি টাকা পেয়েছে। তার মধ্যে ৪৮ কোটি ৮৮ লক্ষ টাকা খরচে অনিয়মের অভিযোগ উঠেছে। আরেক বিজেপি শাসিত রাজ্য বিহারে ওই সময়কালে ২৪ হাজার ৪৯৪ কোটি টাকা বরাদ্দ এসেছে। যার মধ্যে ১৭ কোটি ৭৬৭ লক্ষ টাকা খরচে অনিয়মের অভিযোগ মিলেছে। মহারাষ্ট্রে ১০০ দিনের কাজের প্রকল্পে ২০২১ থেকে ২৫ সাল পর্যন্ত বরাদ্দ হয়েছে ৩৮ হাজার ৭৩৮ কোটি টাকা। যার মধ্যে ৪৮ কোটি ৮৮ লক্ষ টাকা খরচ নিয়ে অভিযোগ রয়েছে। সেখানে পশ্চিমবঙ্গে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ৫০ হাজার ৫৯৩ কোটি টাকা ১০০ দিনের কাজে বরাদ্দ এসেছে। এর মধ্যে ৯ কোটি ২০ লক্ষ টাকা খরচে অনিয়মের অভিযোগ রয়েছে, যা সর্বনিম্ন।” রাজনৈতিক কারণেই ১০০ দিনের কাজের প্রকল্পে রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে বলেও প্রদীপবাবু অভিযোগ করেন।