সুদীপ্ত চট্টোপাধ্যায়
ধর্মের ভিত্তিতে রাজ্যে নয়া ওবিসি তালিকার অভিযোগ নিয়ে বিড়ম্বনায় রাজ্য সরকার। বিরোধীপক্ষের এই অভিযোগের মোকাবিলায় এবার রাজ্যবাসীর দুয়ারে যাওয়ার উদ্যোগ নিয়েছে শাসকদল। সূত্রের খবর, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী সমস্ত মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন যে মন্ত্রীরা যে যার নিজের এলাকায় গিয়ে মানুষকে ওবিসি তালিকা নিয়ে সত্যটা জানাবেন। মন্ডল কমিশনের রিপোর্টের সুপারিশ এবং আইনের ভিত্তিতেই পিছিয়ে পড়া মানুষদের তালিকাভুক্ত করা হয়েছে উপযুক্ত সমীক্ষা করেই, এ কথাই সাধারণ মানুষকে বোঝাবেন মন্ত্রীরা। শুধু মন্ত্রীরাই নয় রাজ্যের শাসক দলের সকল বিধায়কদের একই কাজ করতে নির্দেশ দলনেত্রীর। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই নয়া ওবিসি তালিকার সম্পূর্ণ বিষয়টি নিয়ে মন্ত্রীদের অবহিত করান মুখ্যমন্ত্রী। ধর্মের ভিত্তিতে তালিকা যে তৈরি হয়নি সেটাই মানুষকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী-বিধায়কদের।
স্কুল সার্ভিস কমিশনকে বিশেষ গুরুত্ব দিয়ে এবার উপসচিব পদের জন্য দুটো নতুন পদ তৈরি করল রাজ্য। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নয়া দুটি পদের অনুমোদন দেওয়া হয়। ইতিমধ্যেই এসএসসি শিক্ষক নিয়োগের নয়া বিজ্ঞপ্তি জারি করেছে। সে ব্যাপারে বাড়তি গুরুত্ব দিয়েই এই নতুন দুটি পদের অবতারণা বলে মনে করা হচ্ছে। সোমবার থেকেই অনলাইনে ফর্ম ফিলাপ শুরু করছে স্কুল সার্ভিস কমিশন। একইসঙ্গে রাজ্যে এবার খেলাধূলা সংক্রান্ত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে। দ্য নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ স্পোর্টস এন্ড এন্টারপ্রেনারশিপ বিল ২০২৫ চলতি অধিবেশনেই আনা হবে বলে রাজ্য মন্ত্রিসভায় সোমবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, সাইবার অপরাধ সংক্রান্ত বর্তমান প্রেক্ষাপটে মানুষের জীবনে যে প্রভাব বৃদ্ধি করছে সেকথা মাথায় রেখেই কলকাতা পুলিশের অধীনে দুটি নতুন পদ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় এদিনের মন্ত্রিসভার বৈঠকে।
কলকাতা পুলিশের অধীনে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (আইন) ও যুগ্ম কমিশনার(সাইবার)
আইপিএস ক্যাডারের নয়া পদ দুটি পদ এবার যুক্ত হল কলকাতা পুলিশের সঙ্গে।