সুদীপ্ত চট্টোপাধ্যায়
আসন্ন উপনির্বাচনে ১০০% বুথেই ওয়েব কাস্টিং এর পাশাপাশি নজরদারির লক্ষ্যে রাজ্য, জেলা এবং বিধানসভা ভিত্তিক কন্ট্রোল রুম রাখা হবে। বুথের ভিতরের নজরদারিতে ওয়েব কাস্টিংকে গুরুত্ব দিয়ে প্রতিটি স্তরে নজরদারিতে একজন নোডাল অফিসারকে দায়িত্ব দিল নির্বাচন কমিশন। ওয়েব কাস্টিংকে নজরদারি করতে রাজ্য স্তরে এবং জেলা স্তরে কন্ট্রোল রুম খোলা হবে। প্রত্যেকটি ক্ষেত্রেই একজন নোডাল অফিসারকে নিয়োগ করা হবে। নোডাল অফিসারদের দায়িত্ব হবে প্রত্যেকটি জায়গায় সুষ্ঠুভাবে ওয়েবকাস্টিং পরিচালনা এবং দুদিন আগে থেকে ড্রাই রান করা। প্রতি বুথের ভিতরে চার জনের বেশি থাকতে পারবে না এধরণের একাধিক পদক্ষেপ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
সোমবার আসন্ন উপনির্বাচনের ভোটে কারচুপি রুখতে ওয়েব কাস্টিং গাইডলাইন প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ১৯ জুন নদিয়ার কালীগঞ্জ সহ দেশের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেই দেশের মধ্যে প্রথম এই গাইডলাইন মেনে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
মঙ্গলবার সন্ধ্যে ছ’টায় কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রচারের সময়সীমা শেষ হচ্ছে। এবারই প্রথম নির্বাচনের সময় বুথের ভিতরে ও বাইরে ক্যামেরার মাধ্যমে নজরদারি ও লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা রাখতে চলেছে নির্বাচন কমিশন। উল্লেখযোগ্য গত কয়েক বছর ধরেই দেশের সর্বত্র সমস্ত নির্বাচনের ক্ষেত্রে ১০০% ওয়েবকাস্টিং করার উদ্যোগ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। যে সমস্ত জায়গায় ইন্টারনেট পরিষেবা ব্যাহত হবে সেখানে যথাযথ পরিমাণের ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।