মঙ্গলবার মাঝরাতে ফের প্রযুক্তিগত ত্রুটি এয়ার ইন্ডিয়ার বিমানে। সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী ফ্লাইট ‘এআই ১৮০’ কলকাতা বিমানবন্দরে নামার পর বাঁ দিকের ইঞ্জিনে সমস্যা ধরা পড়ে। ঘটনার জেরে সকাল ৫টা ২০ মিনিট নাগাদ সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে নেওয়া হয়। বিমানের ক্যাপ্টেন জানান, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
সূত্রের খবর, বোয়িং ৭৭৭-২০০ এলআর মডেলের ওই বিমানটি রাত ১২টা ৪৫ মিনিটে কলকাতায় নামে এবং ২টো নাগাদ মুম্বইয়ের উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল। কিন্তু ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় বিমানটিকে মাটিতেই আটকে রাখা হয়। বিমানের টেকনিক্যাল টিম তড়িঘড়ি ইঞ্জিন পরীক্ষা শুরু করে।
গত কয়েক দিনে এয়ার ইন্ডিয়ার একাধিক বিমানে এই ধরনের সমস্যা দেখা যাওয়ায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সোমবারও হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ফ্লাইট মাঝআকাশ থেকে ফিরে আসে যান্ত্রিক ত্রুটির কারণে। উল্লেখযোগ্য ব্যাপার হল, এই মডেলটিই ব্যবহার হয়েছিল এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এ, যা আহমেদাবাদে ভেঙে পড়ে এবং ২৭০ জনেরও বেশি মৃত্যু ঘটে। এ ছাড়াও ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট, যা চেন্নাই যাচ্ছিল, সেটিও লন্ডন থেকে ফিরে আসে বোয়িং ৭৮৭-৮ বিমানে ত্রুটির কারণে।
পরপর এই ধরনের ঘটনার প্রেক্ষিতে, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এয়ার ইন্ডিয়ার সব বোয়িং বিমানে অতিরিক্ত রক্ষণাবেক্ষণের নির্দেশ দিয়েছে। নির্দেশিকায় জ্বালানির মান নিরীক্ষা, ইঞ্জিন নিয়ন্ত্রণ, কেবিন কম্প্রেসার ও থ্রাস্ট পারফরম্যান্স-সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে।
