আবারও সেই আহমেদাবাদ। বিমান দুর্ঘটনার পাঁচ দিনের মাথায় ফের বিপত্তি। এ বার লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান ওড়ার আগেই ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি। বাতিলই করে দিতে হল বিমান। নামিয়ে আনা হল যাত্রীদের। গত ২৪ ঘণ্টায় এই নিয়ে মোট চার বার এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তির খবর সামনে এল।
‘অভিশপ্ত’ বিমান AI-171 এর নাম বদল করে AI-159 করা হয়েছিল। মঙ্গলবার নয়াদিল্লি থেকে বিমানটি আহমেদাবাদে আসে। দুপুর ১টা ১০ মিনিট নাগাদ সেখান থেকে লন্ডন উড়ে যাওয়ার কথা ছিল। গত সপ্তাহের দুর্ঘটনার পর এই প্রথম লন্ডনের বিমান রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। যাত্রীদের ভাড়া বাবদ টাকা ফিরিয়ে দেওয়া হবে আশ্বাস দিয়েছে এয়ার ইন্ডিয়া।
গত ১২ জুন বৃহস্পতিবার রানওয়ে থেকে টেক অফের পরই দুর্ঘটনার কবলে পড়ে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার AI-171 বিমান। মেঘানিনগর এলাকায় নিচের দিকে নেমে সিভিল হাসপাতালের MBBS পড়ুয়াদের হস্টেলে গিয়ে সটান ধাক্কা মারে বিমান। ২৪২ যাত্রীর মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়। বরাতজোরে প্রাণে বাঁচেন এক জন। সংঘর্ষে বিস্ফোরণের জেরেও হতাহত হয়েছেন অনেকে। মোট হতাহতের সংখ্যা এখনও পর্যন্ত ২৭৪।
অভিশপ্ত সেই রুটেই ওড়ার কথা ছিল মঙ্গলবারের AI-159 বিমানের। কিন্তু ওড়ার আগেই বাঁদিকের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল। আকাশপথে যাত্রায় নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা পিছু ছাড়ছে না। এয়ার ইন্ডিয়ার পরিচালন পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলছেন যাত্রীরা।
এদিকে, মঙ্গলবারই সানফ্রান্সিসকো থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার AI-180 বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পথিমধ্যে কলকাতা বিমানবন্দরে বিমান থামার পর যাত্রীদের নামিয়ে আনা হয়। এর আগে সোমবার আবার দিল্লি থেকে হংকং যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার AI-315 বিমানকে ফিরিয়ে আনা হয়। একই কারণে দিল্লি থেকে রাঁচিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানকেও দিল্লিতে ফেরত নিয়ে যাওয়া হয়েছিল।