সেনা জওয়ানের শেষকৃত্যে কাঁদছে রাজস্থানের জয়পুর! ১৫ জুন কেদারনাথ থেকে গুপ্তকাশী ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় প্রাক্তন সেনাকর্তা তথা বর্তমানে বেসরকারি পাইলট রাজবীর সিং চৌহানের। বয়স হয়েছিল ৪০। গত ১৭ জুন, মঙ্গলবার জয়পুরের চাঁদপোল মোক্ষধাম থেকে শুরু হয় রাজবীরের শেষযাত্রা। তাঁকে শেষ বিদায় জানাতে হাজির হন হাজারো মানুষ।
শেষযাত্রায় সেনার পোশাকে উপস্থিত ছিলেন রাজবীরের স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল দীপিকা চৌহান। স্বামীর ছবি হাতে নিয়ে তিনি যখন সামনে এগিয়ে চলেছেন। নির্ভীক সৈনিকের স্ত্রীর চোখেমুখে ফুটে উঠছিল দুঃখ আর একাধারে এক সেনা জওয়ানের গর্ব। সেনা জওয়ান স্বামীর ছবি নিয়ে দীপিকা সেনা সম্মানে প্রণাম জানালেন স্বামীকে। সেই সময় সকলের চোখে জল। পুত্রশোকে ভেঙে পড়লেও, জোর গলায় ‘রাজবীর অমর রহে’ বলে স্লোগান দেন রাজবীরের মা।
প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল রাজবীর সিং চৌহান সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরও আকাশের প্রতি ভালোবাসা কমেনি তাঁর। কিছু মাস আগে তিনি বেসরকারি হেলিকপ্টার পরিষেবা সংস্থা ‘আরিয়ান অ্যাভিয়েশন’-এ পাইলট হিসেবে যোগ দেন। মাত্র ছয় মাস আগেই দীপিকা ও রাজবীরের যমজ সন্তানের জন্ম হয়। সদ্য বাবা হওয়া রাজবীর ছিলেন আনন্দে আত্মহারা। সুখ সইল না বেশিদিন।
১৫ জুন সকালে একটি হেলিকপ্টার চালিয়ে কেদারনাথ থেকে গুপ্তকাশীর পথে রওনা দেন রাজবীর সিং। হেলিকপ্টারে ছ’জন যাত্রী ছিলেন। কিন্তু মাঝপথে খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্গম এলাকা হওয়ায় দেহ উদ্ধার করতে যথেষ্ট বেগ বেতে হয় এসডিআরএফ, এনডিআরএফ-সহ স্থানীয় পুলিশকে।
এই দুর্ঘটনায় রাজবীর সিং চৌহান ছাড়াও আরও ছ’জন প্রাণ হারান। নিহত যাত্রীদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের ৬৬ বছরের বিনোদ দেবী ও ১৯ বছরের তরুণী তুষ্টি সিং। মহারাষ্ট্রের বাসিন্দা রাজকুমার সুরেশ জয়সওয়াল, তাঁর স্ত্রী শ্রদ্ধা এবং তাঁদের ২ বছরের শিশু কাশি। এছাড়াও মৃত্যু হয় বিক্রম রাওয়াত নামক এক ব্যক্তির।