মুড়ি-মুড়কির মতো আছড়ে পড়ছে মিসাইল। যখন তখন ড্রোন স্ট্রাইক। পুরোদস্তুর যুদ্ধ পরিস্থিতি ইরানে। ইজরায়েলি হামলার পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। তছনছ ইরানের রাজধানী তেহরান। এমতাবস্থায় অবিলম্বে ভারতীয়দের তেহরান ছাড়তে নির্দেশ দূতাবাসের। তেহরানের ভারতীয় দূতাবাস মঙ্গলবার ফের নতুন করে নির্দেশিকা জারি করে।
তেহরানকে টার্গেট করে লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল। এই পরিস্থিতিতে ভারতীয়দের নিরাপদ আশ্রয়ে যেতে অনুরোধ করা হয়েছে নতুন ওই নির্দেশিকায়। দূতাবাসের তরফে বলা হয়েছে, যাঁরা নিজ দায়িত্বে তেহরান ছাড়তে পারবেন, তাঁরা যেন এক মুহূর্তও দেরি না করে এখনই নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করেন। দূতাবাসের সঙ্গে যোগাযোগের নম্বরও দেওয়া হয়েছে নির্দেশিকায়। তেহরানে থাকা প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে সেখানে বলা হয়েছে, যাঁরা এখনও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি, তাঁরা অবিলম্বে নিজেদের ঠিকানা ও যোগাযোগের নম্বর দিয়ে ভারতীয় দূতাবাসে +989010144557, +989128109115; +989128109109 এই নম্বরগুলিতে যেন যোগাযোগ করেন।
এ দিকে, ইরান ও ইজরায়েলের এই যুদ্ধ পরিস্থিতিতে সোমবার থেকেই আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আর্মেনিয়া হয়ে ইরান থেকে তাদের সরিয়ে আনা হচ্ছে। ভারতীয় পড়ুয়াদের সরিয়ে নিয়ে যেতে ইজরায়েলের তরফে সবরকম সহযোগিতা করা হবে বলেও জানিয়েছে সেদেশের সেনাবাহিনী ওরফে আইডিএফ।
মঙ্গলবার পঞ্চম দিনে পড়ল ইজরায়েল ও ইরানের যুদ্ধ। ও দিকে, জি৭ সম্মেলন থেকে আগে ভাগেই বেরিয়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাগরিকদের তেহরান ফাঁকা করার পরামর্শ দিয়েছেন তিনি।