আপাতত দেশে মুক্তি পাচ্ছে না আমির খানের নতুন ছবি ‘সিতারে জমিন পর’। আমিরের বহু প্রতীক্ষিত ছবির দু’টি দৃশ্য কাটার নির্দেশ দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। কিন্তু সিনেমায় কোনো কাটছাঁট মানবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রযোজক ও অভিনেতা আমির খান। তাঁর মতে, ছবির প্রতিটি অংশ অত্যন্ত ভাবনা-চিন্তা করে তৈরি করা হয়েছে। তাই তাতে কাটছাঁট করা মানে সিনেমার মূল বার্তা ও প্রভাবকে দুর্বল করে দেওয়া।
একদিকে সেন্সর বোর্ড এবং অন্যদিকে অভিনেতা প্রযোজক আমির খান, মতবিরোধের ফলে ছবিটি এখনও সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি। ফলে ভারতে সিনেমা হলে মুক্তি অনিশ্চিত। তবে জানা গেছে, আমির নিজে সিবিএফসি-র সঙ্গে দেখা করে বোঝানোর চেষ্টা করবেন। কেন এই দৃশ্যগুলো অপরিহার্য, তাও বোঝাবেন। তিনি আশা করছেন, বোর্ড সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হবে।
এদিকে, ইংল্যান্ডে ছবিটি ইতিমধ্যেই মুক্তির ছাড়পত্র পেয়েছে। ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশন ছবিটিকে ‘১২এ’ রেটিং দিয়েছে। অর্থাৎ, ১২ বছরের কম বয়সিরা অভিভাবকের সঙ্গে ছবিটি দেখতে পারবে। ছবিতে সামান্য বৈষম্যের ইঙ্গিত এবং হালকা যৌন ইঙ্গিত থাকলেও, ছবিকে জনসাধারণের দেখার উপযুক্ত বলে মান্যতা দিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ‘সিতারে জমিন পর’ পরিচালনা করেছেন আর. এস. প্রসন্ন, প্রযোজনায় আছেন আমির খান ও অপর্ণা পুরোহিত। ছবিতে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ। এক বাস্কেটবল কোচকে শাস্তি স্বরূপ প্রতিবন্ধী দলকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দেওয়া নিয়েই এই গল্প। তবে, ভারতে কবে মুক্তি পায় এই ছবি সেটাই এখন দেখার বিষয়।