অনলাইন সাট্টা সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারির তদন্তে বড়সড় পদক্ষেপ ইডির! সূত্রের খবর, ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে দেশের প্রাক্তন তিন তারকা ক্রিকেটার যুবরাজ সিং, হরভজন সিং এবং সুরেশ রায়নাকে। পাশাপাশি বলিউড অভিনেতা সোনু সুদ ও অভিনেত্রী উর্বশী রাউটেলাকেও এই মামলায় চোখে চোখে রেখেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
কেন নিষিদ্ধ করা অনলাইন বেটিং প্ল্যাটফর্মগুলোর প্রচারে অংশ নিয়েছেন ক্রীড়া এবং বিনোদন জগতের তারকারা? উঠছে প্রশ্ন! অভিযুক্ত অনলাইন বেটিং অ্যাপগুলোর মধ্যে রয়েছে ‘ওয়ান বেট’, ‘ফেয়ার প্লে’ ও ‘মহাদেব অনলাইন বেটিং প্ল্যাটফর্ম’। এসব প্ল্যাটফর্মগুলোর প্রচারে তারকাদের যুক্ত থাকার প্রমাণ পাওয়ায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁদের।
সম্প্রতি কলকাতা সহ একাধিক রাজ্যে যেমন দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ ও অসমে বড়সড় অভিযান চালায় ইডি। এই অভিযান চলাকালীন প্রচুর ইলেকট্রনিক ডিভাইস, সন্দেহজনক নথিপত্র ও আর্থিক তথ্য বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তে উঠে এসেছে ৭৬৬টি ‘মিউল’ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ১৭টি ডেবিট-ক্রেডিট কার্ড। এগুলি অবৈধ সাট্টা কারবারের টাকা লেনদেনে ব্যবহৃত হচ্ছিল বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত বিশাল ভরদ্বাজ ওরফে বাদল ভরদ্বাজ এবং সোনু কুমার ঠাকুরকে গ্রেফতার করে আদালতে পেশ করা হলে, তাদের ১০ দিনের ইডি হেফাজতে পাঠানো হয়।
এর আগেও, এপ্রিল মাসে ‘মহাদেব অনলাইন বেটিং অ্যাপ’–এর বিরুদ্ধে বড়সড় অভিযান চালায় ইডি। দিল্লি, মুম্বই, চেন্নাই, আহমেদাবাদ, চণ্ডীগড় ও ওড়িশার সম্বলপুরে একযোগে তল্লাশি চালিয়ে ৫৭৩ কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাজেয়াপ্ত হয় ৩.২৯ কোটি নগদ অর্থ এবং বিপুল পরিমাণ সিকিউরিটিজ ও ডিম্যাট অ্যাকাউন্টের নথি।
এইসকল বেটিং অ্যাপের আড়ালে বহু কোটি টাকার বেআইনি লেনদেন ও বিদেশি অর্থ পাচারের অভিযোগ উঠেছে। তদন্ত এখনও চলছে এবং সূত্রের খবর, ভবিষ্যতে আরও কিছু নামি বলিউড তারকা ও ক্রীড়াবিদের নাম জড়াতে পারে এই অনলাইন সাট্টা চক্রে। ইডির তরফে বলা হয়েছে, যারাই বেআইনি অ্যাপের প্রচারে যুক্ত, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।