২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অবশেষে নথি যাচাইয়ে অংশগ্রহণের সুযোগ পেলেন এনআইওএস (NIOS) ডিএলএড (D.El.Ed) উত্তীর্ণ একাধিক চাকরিপ্রার্থী। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মঙ্গলবার এই সংক্রান্ত একটি মামলায় চাকরিপ্রার্থীদের আবেদন মঞ্জুর করে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, আবেদনকারীরা ১৮ জুন পর্যন্ত নথি যাচাইয়ে অংশ নিতে পারবেন।
১৩ জুন আদালতের এক রায়ে বলা হয়েছিল, নথি যাচাইয়ের জন্য উপযুক্ত প্রার্থীদের সময়সীমা বাড়িয়ে ১৮ জুন পর্যন্ত করতে হবে। তবে, সেই নির্দেশ শুধুমাত্র মামলাকারীদের জন্য প্রযোজ্য কিনা, তা নিয়ে তৈরি হয়েছিল আইনি বিভ্রান্তি। আজকের রায়ে সেই ধোঁয়াশা কাটিয়ে বিচারপতি জানিয়েছেন, পূর্বে যাঁরা এনআইওএস ডিএলএড উত্তীর্ণ হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং যাঁদের আবেদন বর্তমানে বিবেচিত হয়েছে, তাঁরাও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
হাইকোর্টের এই নির্দেশে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু চাকরিপ্রার্থী। বহুদিন ধরে এনআইওএস ডিএলএড ডিগ্রির স্বীকৃতি ঘিরে চলছিল নানা বিতর্ক ও অনিশ্চয়তা। অবশেষে আদালতের হস্তক্ষেপে তাঁদের শিক্ষক হওয়ার স্বপ্ন এক ধাপ এগোলো।
আরো শতাধিক NIOS Dled ডিগ্রি প্রাপ্তদের ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্য গত ১৩ জুন এক নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদকে মামলাকারীদের নথিপত্র যাচাই প্রক্রিয়ায় ডাকার নির্দেশ দিয়েছিলেন।এরপর নতুন করে আরাও একাধিক মামলা দায়ের হয়।সেই মামলার পরিপ্রেক্ষিতেই বিচারপতি নির্দেশ দিয়েছেন আগের নির্দেশ এই প্রার্থীদের জন্যও প্রযোজ্য হবে।আগামীকাল অর্থাৎ ১৮ জুন নথি যাচাই প্রক্রিয়ার শেষ দিন।প্রাথমিক শিক্ষা পর্ষদের গত ৩০ মে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ৯ থেকে ১৮ জুন পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।
প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ অনুযায়ী দ্রুত পদক্ষেপ করতে বলা হয়েছে, যাতে আবেদনকারীরা সময়মতো নথি যাচাইয়ে অংশ নিতে পারেন।