যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে ১১০ জন ভারতীয় পড়ুয়াকে উদ্ধার করল ভারত। যা খবর, বুধবার রাতেই বিশেষ বিমানে নয়াদিল্লি পৌঁছানোর কথা তাঁদের। উদ্ধার হওয়া পড়ুয়াদের মধ্যে ৯০ জন কাশ্মীরের বাসিন্দা, বাকি ২০ জন অন্যান্য রাজ্যের।
জম্মু-কাশ্মীর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, পড়ুয়ারা আর্মেনিয়া থেকে দোহায় পৌছয়। সেখান থেকেই তাঁরা নয়াদিল্লির বিমান ধরে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাত ১০ টা ১৫ মিনিটে বিমান নয়াদিল্লির কোনও বিমানবন্দরে অবতরণ করতে পারে। কয়েকদিন আগে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার নিয়ে ইরান সরকারের সঙ্গে কথা বলে ভারত। ইরানের বিদেশমন্ত্রী জানান, আকাশপথ বন্ধ। কিন্তু সমস্ত স্থলবন্দর খোলা। এ বিষয়ে ‘বন্ধু’ ভারতকে সব রকম ভাবে সাহায্যের বার্তাও দেওয়া হয়। বলে রাখা প্রয়োজন, তেহরানে প্রায় ৪ হাজার ভারতীয়ের বাস। বেশির ভাগই ছাত্র। এর মধ্যে বড় অংশ জম্মু-কাশ্মীরের। মেডিক্যাল-সহ একাধিক বিষয়ে পড়াশনা করতে তাঁরা ইরান যান। শিয়া সম্প্রদায়ের মধ্যে বিশ্ব জুড়ে ইরানের স্থান অন্য। প্রাচীন এই সভ্যতা বিশ্বকে সমৃদ্ধ করেছে বিভিন্ন ভাবে। শিক্ষাদীক্ষার বিষয়েও গভীরতা প্রচুর। তাই, যুগ যুগ ধরেই ইরানের পাণ্ডিত্যের প্রতি আকর্ষিত হয়েছে ভারত। ঠিক যেমনটা ইরান হয়েছে, ভারতের কাছে। দুই ঐতিহাসিক সভ্যতার এই সাংস্কৃতিক লেনদেনের সাক্ষী মুম্বইয়ের হাজী আলী দরগা। ভারতের শিয়া সম্প্রদায়ের মানুষের কাছে এখনও ইরানের টান ভিন্ন। রাজনৈতিক এবং সামাজিক, দু’দিক থেকেই ইরান-ভারত সম্পর্ক বহু প্রাচীন এবং অন্তরঙ্গ। কিন্তু ইজরায়েল এবং ইরান সংঘাতের আবহে সবাই আটকে পড়েছেন সে দেশে।
রাতের পর রাত আতঙ্কে ঘুম নেই। বাঙ্কারে লুকিয়ে কাটছে দিন। গত কয়েকদিন আগেই জম্মু-কাশ্মীর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির কুহামি জানান, বেশিরভাগ পড়ুয়াই ইরানের উর্মিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। অন্যদিকে এক বার্তায় বিদেশমন্ত্রক জানিয়েছে, সে দেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সঙ্গে ভারতীয় দূতাবাস প্রতিনিয়ত যোগাযোগ রাখছে। সবরকম সাহায্য দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে মন্ত্রকের তরফে। শুধু তাই নয়, নিরাপদে যাতে ভারতীয় ছাত্রদের শহর থেকে বের করে দেওয়া সম্ভব হয় সেই চেষ্টাও চালানো হচ্ছে বলে দাবি।
ইরান ইজরায়েল সংঘাত আগামিদিনে আরও জটিল হতে পারে বলে আশঙ্কা। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেই-এর স্পষ্ট হুঁশিয়ারি, কোনও ভাবেই মাথা নত করবে না ইরান। ইজরায়েলকে যোগ্য জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই অবস্থায় তেহরানে থাকা ভারতীয় দূতাবাস, ভারতীয়দের সাবধানে থাকার কথা জানিয়েছে।