স্থগিত হওয়া ওবিসি তালিকা ধরেই কলকাতা পুরসভায় ‘সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি! বুধবার কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত এক মামলার শুনানিতে পুরসভার কমিশনার ও মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানকে ভার্চুয়াল মাধ্যমে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ।
হাইকোর্টের প্রশ্ন, সুপ্রিম কোর্টে যেখানে পুরনো ওবিসি তালিকা সংক্রান্ত মামলা বিচারাধীন, আর রাজ্যের তৈরি নতুন তালিকাও মঙ্গলবার স্থগিত হয়েছে, সেই পরিস্থিতিতে কীভাবে সেই তালিকা ধরে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হল?
প্রসঙ্গত, রাজ্য সরকার সম্প্রতি নতুন করে ওবিসি তালিকা তৈরি করে। তবে মঙ্গলবার হাইকোর্ট সেই তালিকাকে সাময়িকভাবে স্থগিত রাখে। এর ঠিক পরদিনই ওঠে অভিযোগ, কলকাতা পুরসভা সেই তালিকা মেনেই ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।
হাইকোর্টে চ্যালেঞ্জ হয় নিয়োগের নিয়মাবলি। মামলাকারীর বক্তব্য, স্থগিত তালিকা ব্যবহার করে বিজ্ঞপ্তি জারি আইনসম্মত নয়। হাইকোর্ট মামলার মূল বিষয়ে না গিয়ে প্রশ্ন তোলে, যে তালিকা আদালতের নির্দেশে আপাতত কার্যকর নয়, সেই তালিকা ভিত্তি করে বিজ্ঞপ্তি কীভাবে প্রকাশ পেল?
আদালতের পর্যবেক্ষণ, “যে তালিকা স্থগিত রয়েছে এবং যার ওপর সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় আসেনি, তা ব্যবহার করে কোনও নিয়োগ করা যায় না।”
পরিস্থিতির গুরুত্ব বুঝে হাইকোর্ট বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে কলকাতা পুরসভার কমিশনার ও নিয়োগ বোর্ডের চেয়ারম্যানকে হাজির থাকতে বলেছে। তাঁদের কাছ থেকেই জানতে চাওয়া হবে, এই বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত কীভাবে নেওয়া হল।
ফলে, আপাতত স্থগিত ও বিতর্কিত তালিকা ব্যবহার করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি নিয়ে জবাবদিহির মুখে পড়তে চলেছে পুরসভা প্রশাসন।