রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবরাকোন্ডাকে ঘিরে প্রেমের গুঞ্জন যেন থামছেই না। যদিও এখনও পর্যন্ত কেউই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে ভক্তদের নজর এড়াচ্ছে না তাঁদের একাধিক ‘কো-ইন্সিডেন্স’। সাম্প্রতিক এক ঘটনায় সেই গুঞ্জনের আগুনে নতুন ঘি ঢেলেছে। মুম্বই বিমানবন্দর থেকে একসঙ্গে বের হতে দেখা গেল এই জনপ্রিয় দুই তারকাকে। দু’জনেই মুখে মাস্ক পরে খুবই গোপন ভাবে বেরোনোর চেষ্টা করেন। তবে পাপারাজ্জিদের ক্যামেরা থেকে রেহাই পাননি তাঁরা। দুজনে একসঙ্গে একটিই গাড়িতে ওঠেন, এবং পাশাপাশি বসেন গাড়ির পিছনের সিটে।
গত কয়েক মাস ধরে নেটদুনিয়ায় বিজয় আর রশ্মিকার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘেঁটে অনেকেই দাবি করছেন, একাধিক ভ্যাকেশন লোকেশন, ছবি বা টাইমিংয়ে মিল রয়েছে। এমনকি, রশ্মিকাকে একাধিকবার বিজয়ের বাড়ির সামনে ফটোগ্রাফাররা ক্যামেরাবন্দি করেছেন বলেও খবর। যদিও এখনও পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে সম্পর্কে সিলমোহর দেননি। তবুও ‘গীতা গোবিন্দম’ ছবির এই অনস্ক্রিন জুটি যে অফস্ক্রিনেও বিশেষ বন্ধুত্বে রয়েছেন, তা এখন ভক্তমহলে একপ্রকার পরিষ্কার।
এদিকে রশ্মিকা এখন ব্যস্ত ‘থামা’ ছবির শ্যুটিংয়ে, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন আয়ুষ্মান খুরানা। ছবিটি চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাবে। এছাড়াও তাঁকে দেখা যাবে নাগার্জুনা ও ধনুষের সঙ্গে ‘কুবেরা’ ছবিতে এবং বহুল চর্চিত ‘পুষ্পা ৩’-তে শ্রীভল্লির চরিত্রে। পাশাপাশি ‘ককটেল ২’, ‘দ্য গার্লফ্রেন্ড’, ‘রেইনবো’ সহ একাধিক ছবিও রয়েছে তাঁর হাতে।
অন্যদিকে বিজয় দেবরাকোন্ডা অপেক্ষায় রয়েছেন তাঁর স্পাই থ্রিলার ‘কিংডম’-এর মুক্তির। গৌতম তিন্নানুরি পরিচালিত এই ছবি ৪ জুলাই প্রেক্ষাগৃহে আসবে। তিনি আরও অভিনয় করছেন রবি কিরণ কোলার ‘এসভিসি ৫৯’ এবং রাহুল সংকৃত্যান পরিচালিত ব্রিটিশ আমলের পিরিয়ড ড্রামা ‘ভিডি১৪’-তে।