কেন্দ্রের চিঠি নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তবে এবার আর শুধু প্রতিক্রিয়া নয়, সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিলেন দিল্লির উদ্দেশে। “যারা রোজ সংবিধান খুন করে, তারা আবার সংবিধান হত্যা দিবস পালন করবে?” এমনই তির্যক মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২৫ জুন ‘সংবিধান হত্যা দিবস’ পালনের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য সরকারগুলিকে যে চিঠি পাঠানো হয়েছে, তার বিরুদ্ধেই এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তিনি।
মুখ্যমন্ত্রীর দাবি, গণতন্ত্র আজ বিপন্ন। প্রতিদিন মানুষের অধিকার হরণ করা হচ্ছে, রাজ্যগুলিকে আর্থিক ও প্রশাসনিক দিক থেকে দুর্বল করে দেওয়া হচ্ছে। তাঁর কটাক্ষ, “রোজ সংবিধান ভাঙবে, আর একদিন স্মরণ করে দায় সেরে নেবে? এটা কি লোক দেখানো নয়?”
তিনি বলেন, ‘‘আজকের ভারতে কি সত্যিই গণতন্ত্র আছে? সংবিধানের নামে রাজনীতি করছে বিজেপি। রাজ্যে কোনো ঘটনা ঘটলেই কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় দল, রাজ্যপাল সক্রিয় হয়ে ওঠে। অথচ অন্য রাজ্যে কিছু হলে তারা নিশ্চুপ।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কেন্দ্রীয় সরকার নিজেই সংবিধানের ব্যাখ্যা পাল্টে নিচ্ছে রাজনৈতিক সুবিধার জন্য। বাংলার মতো রাজ্যগুলিকে চাপ দিয়ে দমন করার চেষ্টা চলছে। এমনকি রাজ্যের নিজস্ব দিবস উদযাপনেও কেন্দ্র বাধা দিচ্ছে।
তিনি বলেন, “এটা গণতন্ত্র নয়, এটা বুলডোজারতন্ত্র। আমরা প্রতিবাদ করব। আমরা কোনোদিন সংবিধানের অপমান করিনি। বরং যারা প্রতিদিন তা করছে, তারাই আজ নাটক করছে।”
জরুরি অবস্থার বর্ষপূর্তি ঘিরে কেন্দ্রীয় সরকারের এই কর্মসূচি একদিকে যেমন প্রতীকী বার্তা বহন করছে, তেমনই রাজ্য সরকারগুলির সঙ্গে সংঘাত আরও বাড়াতে পারে। আর সেই সংঘাতের ঝাঁজ এদিন বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী, পুরোদস্তুর রাজনৈতিক ভাষায়।